ভারতের সিকিম রাজ্যে অতিবৃষ্টির জেরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে অন্তত ১৪ বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২২ সেনাসদস্যসহ নিখোঁজ শতাধিক ব্যক্তি। এ বিপর্যয়কে ‘দুর্যোগ’ ঘোষণা করেছে রাজ্য সরকার। ছবিগুলো ৪ অক্টোবর উত্তর সিকিম ও সিংতাম এলাকা থেকে তোলা।
অতিবৃষ্টির জেরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। লোনাক হ্রদের পানি অনেক বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে তিস্তা নদীতে। পানি বাড়ায় নদীপাড়ের অনেক বাড়িঘর আংশিক তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। একটি ভবন থেকে এক শিশুকে নামিয়ে আনছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সিংতামের পাশাপাশি গ্যাংটকেও উদ্ধারকারী দল তৎপরতা চালাচ্ছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছেন। তাঁদের সাহায্য করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আকস্মিক বন্যায় অনেক এলাকাই এখন পানির নিচে।