ভূমিকম্পে জাপানে ব্যাপক ধ্বংসযজ্ঞ

শক্তিশালী ভূমিকম্পে জাপানের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এরপর পরাঘাত মিলিয়ে মোট ১৫৫টি কম্পন হয়েছে দেশটিতে। এসব ভূমিকম্পে জাপানে বহু ভবন ধসে পড়েছে। ফাটল ধরেছে সড়কে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। বিদ্যুৎহীন অনেক এলাকা।

ভূমিকম্পে জাপানের ইশিকায়া অঞ্চলের ওয়াজিমা শহরে হেলে পড়েছে একটি ভবন
 ছবি: রয়টার্স
ইশিকায়া অঞ্চলের শিকা শহরে ধসে পড়া একটি কাঠের ভবন
ভূমিকম্পে ওয়াজিমা শহরের রাস্তায় ফাটল ধরেছে। তাতে ঢুকে গেছে একটি গাড়ি
ওয়াজিমা শহরে ক্ষতিগ্রস্ত এক মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
ওয়াজিমা শহরে চারদিকে শুধু ধ্বংসের চিত্র
ভূমিকম্পে ইশিকায়া অঞ্চলের আনামিজু শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ওষুধের দোকান। দোকানের মালিকের অনুমতির পর সেখান থেকে বিনা মূল্যে নানা পণ্য নিচ্ছেন লোকজন
ওয়াজিমা শহরে ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চলছে
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওয়াজিমা শহরের বাড়িটি
ভূমিকম্পের পরদিনও ওয়াজিমা শহরের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়
ওয়াজিমায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হয়েছে একটি গ্রিনহাউসে
ইশিকায়া অঞ্চলের নানাও শহরে ধসে পড়া একটি বাড়ির নিচে চাপা পড়েছে গাড়ি
ওপর থেকে ধারণ করা ছবিতে ভূমিকম্পের ভয়াহবতা