শক্তিশালী ভূমিকম্পে জাপানের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এরপর পরাঘাত মিলিয়ে মোট ১৫৫টি কম্পন হয়েছে দেশটিতে। এসব ভূমিকম্পে জাপানে বহু ভবন ধসে পড়েছে। ফাটল ধরেছে সড়কে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। বিদ্যুৎহীন অনেক এলাকা।