যোগ দিবস উদ্‌যাপন

দশম আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে যোগব্যায়ামের আয়োজন করে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন। এতে প্রায় এক হাজার নারী-পুরুষ একসঙ্গে যোগব্যায়ামে অংশ নেন। জনপ্রতিনিধি, বিচারক, পুলিশ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিদেশি নাগরিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি–পেশার নারী ও পুরুষ ঘণ্টাব্যাপী এই যোগব্যায়ামে অংশ নেন।

শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।
প্রশিক্ষকেরা যোগব্যায়ামে অংশগ্রহণের নিয়মকানুন বলেন।
হাঁটু ভেঙে বসেন অংশগ্রহণকারীরা।
ঘাড় নাড়িয়ে ব্যায়াম করেন।
হাত সোজা করে ব্যয়াম করেন।
চোখে, মুখে ও কানে আঙুল দিয়ে ব্যায়াম করেন।
যোগাসন করছেন নারীরা।
কোমর বাঁকা করে ব্যায়াম করেন।
মাটিতে শুয়ে ব্যায়াম করছেন।
যোগব্যায়াম শেষে শারীরিক কসরত করছেন।
যোগব্যায়ামের পতাকা ওড়ানো হয়।
নানা ভঙ্গিতে যোগব্যায়াম করেন অংশগ্রহণকারীরা।