ভারতের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গত বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে বিক্ষোভ হয়। ‘রাতের দখল নাও’ ব্যানারে ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বেশির ভাগই নারী। গত শুক্রবার আর জি কর মেডিকেল কলেজে ৩১ বছর বয়সী ওই চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছবিগুলো ১৬ আগস্ট তোলা।

শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে স্লোগান। কলকাতার একটি সরকারি হাসপাতালে
ছবি: রয়টার্স
চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিত্সক এবং মেডিকেল ছাত্রদের বিক্ষোভ। অমৃতসরের গুরু নানক দেব হাসপাতাল, ভারত
চিকিৎসা পেশাজীবী এবং ছাত্ররা দেশব্যাপী বিক্ষোভ করেন। নারীর প্রতি সহিংসতার দীর্ঘস্থায়ী ইস্যুতে ছড়িয়েছে ক্ষোভ। পশ্চিমবঙ্গ, ভারত
বিক্ষোভ চলাকালে এক রোগীকে নিয়ে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে অপেক্ষা। চেন্নাই, ভারত
বিক্ষোভ ও ধর্মঘটের সময় চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে রোগীদের অপেক্ষা। চেন্নাই, ভারত
নারীর প্রতি সহিংসতার ইস্যুতে পেশাজীবী চিকিৎসকেরা বিক্ষোভ করছেন। পশ্চিমবঙ্গ, ভারত
পেশাজীবী চিকিৎসক ও শিক্ষার্থীদের বিক্ষোভ। পশ্চিমবঙ্গ, ভারত
স্টেথোস্কোপ এবং প্ল্যাকার্ড নিয়ে  ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। পশ্চিমবঙ্গ, ভারত