আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে গতকাল বুধবার আর্জেন্টিনায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী বুয়েনস এইরেসের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।