আর্জেন্টিনায় বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে গতকাল বুধবার আর্জেন্টিনায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী বুয়েনস এইরেসের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ন্যাশনাল কংগ্রেসের বাইরে বিক্ষোভের সময় পুলিশের সতর্ক পাহারা
ছবি: এএফপি
বুয়েনস এইরেসের নাইনডি জুলিও অ্যাভিনিউয়ে বিক্ষোভের সময় এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ
ছবি: এএফপি
ন্যাশনাল কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় দাঙ্গাবিরোধী পুলিশের এক সদস্য গুলি চালাচ্ছেন। ছবি: এএফপি
ন্যাশনাল কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় দাঙ্গাবিরোধী পুলিশের এক সদস্য গুলি চালাচ্ছেন। ছবি: এএফপি
বুয়েনস এইরেসে জাতীয় কংগ্রেসের বাইরে বিক্ষোভের সময় দাঙ্গাবিরোধী পুলিশ কর্মকর্তারা সতর্ক পাহারায়
বুয়েনস এইরেসে জাতীয় কংগ্রেসের বাইরে বিক্ষোভের সময় দাঙ্গাবিরোধী পুলিশ বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস নিক্ষেপ করে
প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা বুয়েনস এইরেসে জাতীয় কংগ্রেসের সামনে জড়ো হন
ন্যাশনাল কংগ্রেসের কাছে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে
বুয়েনস এইরেসে ন্যাশনাল কংগ্রেসের বাইরে বিক্ষোভ চলাকালে একটি গাড়িতে আগুন দেওয়া হয়
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে তাঁদের লক্ষ্য করে পানি ছিটিয়ে দিচ্ছে