মায়ামি বন্দরে বিশ্বের বৃহত্তম প্রমোদতরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি বন্দরে বড় বড় প্রমোদতরি নোঙর করে। সেখান থেকে ছেড়ে যায়। এর মধ্যে আছে ‘আইকন অব দ্য সিজ’। এটি বিশ্বের বৃহত্তম প্রমোদতরি। বহুতলবিশিষ্ট এ প্রমোদতরিতে আছে বিশাল ওয়াটার পার্ক, সাতটি সুইমিংপুল, নয়টি বিশেষ উষ্ণ পানির পুল, বিশাল বিশাল ওয়াটার স্লাইডার, পানির কৃত্রিম ঝরনাধারা, আন্ডারওয়াটার পার্ক। মায়ামি বন্দরের প্রমোদতরি নিয়ে এ ছবির গল্প।

মায়ামি বন্দরের প্রবেশপথ।
মায়ামি বন্দরের প্রবেশপথ।
বিশ্বের বৃহত্তম প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ’।
বহুতলবিশিষ্ট প্রমোদতরিটির একাংশ।
প্রমোদতরিতে আছে বিনোদনের নানা আয়োজন।
প্রমোদতরিতে রাখা হয়েছে আপৎকালীন ব্যবহারের নৌযান।
যাত্রীদের বন্দরে আনা-নেওয়ার জন্য আছে বাস।
প্রায় ছয় হাজার যাত্রী বহনে সক্ষম প্রমোদতরিটি।
মায়ামি বন্দর ছেড়ে যাচ্ছে দুটি প্রমোদতরি।
মায়ামি বন্দরে বড় বড় জাহাজের টার্মিনাল।