ছবিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নানান মুহূর্ত

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনের প্রধান দুই প্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস। ভোট শেষে ইতিমধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল এসেছে। নির্বাচনে জয়ী হতে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। ছবিতে থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নানা মুহূর্ত।

বিভিন্ন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরে সমর্থকদের উল্লাস। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। পাশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
ভোটের দিন দলের প্রধান কার্যালয়ে উচ্ছ্বসিত কমলা হ্যারিস। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল দেখছেন কমলা হ্যারিসের সমর্থকেরা। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
একটি কেন্দ্রে ভোটারদের সারি। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন কয়েকজন ভোটার। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যালট বাছাই করছেন এক নির্বাচন কর্মকর্তা। পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। মিশিগান, যুক্তরাষ্ট্র