ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের চিত্র

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশগুলো। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড। মিয়ানমারে অন্তত ১৪৪ জন মারা গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩৩ তলা একটি ভবন ধসে পড়েছে। ওই ভবনের ধ্বংসস্তূপে নিচে ১১৭ জন ব্যক্তি আটকা পড়েছেন। শক্তিশালী এই ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এবং মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে এই ছবির গল্প।

ধসে পড়া ৩৩ তলা নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা  
ছবি: এএফপি
বিধ্বস্ত ভবনের কাছে দাঁড়িয়ে আছে মানুষ
ভূমিকম্প আঘাত হানার পর ব্যাংককে বিপুলসংখ্যক মানুষ গাড়ি নিয়ে বের হন। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়
আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাংককে আতঙ্কিত দুই নারী ও এক শিশু
ভূমিকম্পের পর আতঙ্কে ব্যাংককের রাস্তায় বের হয়ে পড়েছে মানুষ
মিয়ানমারের মধ্যাঞ্চলের মান্দালয়ে ভূমিকম্পের উৎপত্তি  
ভূমিকম্পের পর ব্যাংককের একটি অফিস থেকে বের হয়ে যাচ্ছেন লোকজন
মুঠোফোনে আত্মীয়স্বজন ও সহকর্মীদের খবর নিতে ব্যস্ত মানুষ। শুক্রবার ব্যাংককের চিত্র
ভূমিকম্পের পর ব্যাংককের ফ্রামংকুটক্লাও হাসপাতালের রোগীদের ভবনের বাইরে নিয়ে আসা হয়েছে
ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ
ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে ধসে পড়ছে একটি বহুতল ভবন
ভূমিকম্পে মান্দালয়ে ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন ব্যক্তি
ধসে পড়ছে ভবন, গাড়ি নিয়ে ছুটছে মানুষ। মিয়ানমারের মান্দালয়ে