ট্রাম্পশিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জয়ের প্রায় কাছাকাছি চলে এসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ফ্লোরিডায় অনুষ্ঠিত এক সমাবেশে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। এদিকে একের পর এক অঙ্গরাজ্য থেকে আসা জয়ের খবরে উল্লাসে ভাসছেন ট্রাম্পের সমর্থকেরা। ছবিতে সেসব মুহূর্তের কিছু দৃশ্য।

পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে এক সমাবেশে বক্তব্য রাখছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময়ের তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন তাঁর ছেলে এরিক
স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে ধরে জয় উদ্‌যাপন করছেন ডোনাল্ড ট্রাম্প। পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) জে ডি ভ্যান্স। পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
তিন দোদুল্যমান অঙ্গরাজ্যসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জয়ের খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ট্রাম্পের সমর্থকেরা। পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ক্যাপ পরে ক্যামেরার সামনে ট্রাম্পের কয়েকজন নারী সমর্থক। পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র