রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে এলোপাতাড়ি গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এতে অনেকেই হতাহত হয়েছেন। কয়েকজন বন্দুকধারী মুখোশ পরে কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় বলে জানা গেছে। রাশিয়া একে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোয় এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততার আভাস পাওয়া যায়নি।
রয়টার্সের ছবিতে ঘটনাস্থলের চিত্র।