ছবিতে মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে এলোপাতাড়ি গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এতে অনেকেই হতাহত হয়েছেন। কয়েকজন বন্দুকধারী মুখোশ পরে কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় বলে জানা গেছে। রাশিয়া একে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোয় এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততার আভাস পাওয়া যায়নি।
রয়টার্সের ছবিতে ঘটনাস্থলের চিত্র।

কনসার্ট হলে বিশেষ অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানের জন্য ৬ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল
ছবি: রয়টার্স
ভয়াবহ হামলার একপর্যায়ে কনসার্ট হলের ছাদ ধসে পড়ে
রাশিয়া এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছে
ঘটনাস্থলের অদূরে আতঙ্কগ্রস্ত দুই ব্যক্তি
হামলার ঘটনার পরপর ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়
মস্কোর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
হামলার পর হতাহত ব্যক্তিদের উদ্ধারে আসেন বিভিন্ন সংস্থার সদস্যরা। অ্যাম্বুলেন্সে করে তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়
যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ায় এই হামলার সঙ্গে ইউক্রেনের সম্পৃক্ততার কোন আভাস পাওয়া যায়নি
গুলি ও বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে
বন্দুকধারীদের হামলার পর জ্বলছে কনসার্ট হল
আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় হামলার ঘটনাস্থল
হামলাস্থলের অদূরে উদ্বিগ্ন মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
হামলার পর জ্বলছে কনসার্ট হল