লস অ্যাঞ্জেলেসে দাবানল

কয়েক মিনিটে পুড়ে ছাই বহুমূল্যের বাড়ি–গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অন্তত ছয়টি জায়গায় দাবানলের আগুনে পুড়ছে বাড়ি, গাড়িসহ নানা অবকাঠামো। তিন দিন ধরে শহরে এই আগুন জ্বলছে। দাবানল নিয়ন্ত্রণ করতে পারছেন না অগ্নিনির্বাপনকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে তিনটি জায়গার আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দাবানলে ক্ষয়ক্ষতির এসব ছবি ৮ জানুয়ারি তোলা।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আলটাডেনা এলাকায় জ্বলছে একটি বাড়ি। সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন এক মোটরসাইকেল আরোহী
ছবি: এএফপি
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আলটাডেনা এলাকায় রাস্তার পাশে একটি বাড়ি পুড়ে যাওয়ার পর এক ব্যক্তি নিজের বাড়ির আঙিনা থেকে হোস পাইপ ব্যবহার করে অঙ্গারগুলো বের করার চেষ্টা করছেন
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুনে পুড়ছে একটি বাড়ি
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় অগ্নিনির্বাপনকর্মীরা
ধেয়ে আসছে দাবানলের আগুন। এমন পরিস্থিতিতে একজন প্রবীণ ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে সরিয়ে নিচ্ছেন পুলিশের সদস্যেরা। লস অ্যাঞ্জেলেসের আলটাডেনা এলাকায়
পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে চোখ মুছছেন লেব্রোন জোন। লস অ্যাঞ্জেলেসের আলটাডেনা এলাকায়
হলিউড হিলসের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে জল ফেলতে দেখা যায়
লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়িসহ সব স্থাপনা
নিজের ছেলের বাড়ির সামনের বাড়িটি পুড়ে যাওয়ার পর সেখানে অবশিষ্ট আগুন নেভানোর জন্য পানি ছিটাচ্ছেন এক ব্যক্তি। লস অ্যাঞ্জেলেসের আলটাডেনা এলাকায়
দাবানলের আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস। স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে এই ধ্বংসযজ্ঞ