ফ্লোরিডার নীল আকাশে সাদা মেঘ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রকৃতি অপরূপ। এর নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করে। বাংলাদেশের মতো এখানেও যেন চলছে শরৎকাল। ফ্লোরিডার নীল আকাশ ও সাদা মেঘের ভেলা নিয়ে এবারের ছবির গল্প।

আটলান্টিকের বুকে সূর্যোদয়।
আটলান্টিকের বুকে সূর্যোদয়।
নীল আকাশে সাদা মেঘের ভেলা।
সাদা মেঘ ছড়িয়ে আছে দূরদিগন্তে।
ফ্লোরিডার প্রতিটি প্রান্তেই সমুদ্র ও আকাশের এমন দৃশ্য দেখা যায়।
সমুদ্রতীরে পর্যটকদের জন্য রয়েছে বিশ্রামের আয়োজন।
সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট–বড় প্রমোদতরি।
নীল জলরাশির মাঝে ঘুরছেন পর্যটকেরা।
হঠাৎ বৃষ্টির দেখা।