ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। ইরানে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন নানা বয়সের মানুষেরা।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে প্রেসিডেন্ট পদের নির্বাচনে ভোট দেওয়ার সময় হাত নাড়েন
ছবি: এএফপি
তেহরানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
ইরানে একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন নারী ভোটাররা
ভোটকেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার
কেন্দ্রের ভেতর ভোট দিচ্ছেন নারীরা
ভোট দেওয়ার পরে বিজয়চিহ্ন দেখাচ্ছেন এক ইরানি নারী
নির্বাচনে ভোট দেওয়ার পর কালির দাগযুক্ত আঙুল দেখাচ্ছেন এক নারী
ভোট দেওয়ার পর ইরানি এক ব্যক্তির কালি-দাগযুক্ত আঙুল
হুইলচেয়ারে করে ভোট দিতে আসা এক নারী ভোটার
এক নারীর ভোট দেওয়ার পর তাঁর ব্যালট বাক্সে ফেলছে এক শিশু