লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার লেবাননজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অব্যাহত হামলায় রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণভয়ে বাড়িঘর ছাড়ছেন বাসিন্দারা। ছবিগুলো ২৭ থেকে ৩০ সেপ্টেম্বরের।
বিমান থেকে আবাসিক এলাকায় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বড় এলাকাজুড়ে আগুন ধরে যায়। সিন আল ফিল, বৈরুত, লেবানন, ২৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়েছে ভবন। ধসে যাওয়া ভবনের সামনে জড়ো হয়েছেন লোকজন। হারেত হারিক, বৈরুত, ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। দক্ষিণ শহরতলি, বৈরুত, লেবানন, ২৮ সেপ্টেম্বর তিন দিন আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে নিশানা করে চালানো বোমা হামলায় ভবনগুলো মাটির সঙ্গে মিশে গেছে। হারেত হরিক, বৈরুত, লেবানন, ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় ধসে যাওয়া ভবনের ভেতরে এক ব্যক্তি। ঘোবেইরি, বৈরুত, লেবানন, ৩০ সেপ্টেম্বর ইসরায়েলি হামলা থেকে রক্ষায় বাড়িঘর ছাড়ার পর সড়কে আশ্রয় নিয়েছেন এসব মানুষ। বৈরুতের উপকণ্ঠ, লেবানন, ২৮ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় ভবন ধসে পড়েছে। রাতের হামলার পর সকালেও উড়ছে ধোঁয়া। চৌয়াফেত, বৈরুত, লেবানন, ২৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় ধসে যাওয়া ভবনের ওপর দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ, লেবানন, ২৮ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছসেবকেরা। জাববাউদ গ্রাম, বেকা উপত্যকা, লেবানন, ২৯ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন এক ব্যক্তি। হারেত হরিক, বৈরুত, লেবানন ২৮ সেপ্টেম্বর