দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী। নানা বিতর্কিত ভূমিকার জন্য অনেকেই তাঁকে ‘যুদ্ধাপরাধী’ অভিযুক্ত করে থাকেন। তিনি হেনরি কিসিঞ্জার। তাঁর কর্মময় জীবনের কিছু মুহূর্ত নিয়ে এ ছবির গল্প।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারওভাল অফিসের জানালার পাশে দাঁড়িয়ে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে হেনরি কিসিঞ্জার (ডানে)। ১০ ফেব্রুয়ারি ১৯৭০কিসিঞ্জারসহ (বাঁয়ে) অন্য প্রতিনিধিদের নিয়ে প্রেসিডেন্ট ফোর্ড (বাঁ থেকে দ্বিতীয়) ও তৎকালীন সোভিয়েত নেতা ব্রেজনেভের (ডান থেকে দ্বিতীয়) সঙ্গে আলোচনা। ভ্লাগিভেস্কোকগামী ট্রেনে, রাশিয়া। ২৩ নভেম্বর ১৯৭৪যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিসিঞ্জারের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ঝোও এনলাই। বেইজিং। জুলাই ১৯৭১যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও হেনরি কিসিঞ্জার। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে। মে ২০১৩বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে হেনরি কিসিঞ্জার। ২০ জুলাই ২০২৩