দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী। নানা বিতর্কিত ভূমিকার জন্য অনেকেই তাঁকে ‘যুদ্ধাপরাধী’ অভিযুক্ত করে থাকেন। তিনি হেনরি কিসিঞ্জার। তাঁর কর্মময় জীবনের কিছু মুহূর্ত নিয়ে এ ছবির গল্প।