একটি শহর ও আসবাবপত্র শিল্পের গল্প

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের থমাসভিল শহরটি আসবাবপত্রশিল্পের জন্য বেশ পরিচিত। ঐতিহ্যবাহী শহরটি ১৮ শতকের মাঝামাঝি সময়ের দিকে গড়ে ওঠে। বিশ্ববিখ্যাত আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শোরুম ও প্রধান কার্যালয় রয়েছে এখানে। শহরটি অনেক জৌলুশের স্মৃতি বহন করছে।

থমাসভিলের প্রতিষ্ঠাতা জন ওয়ারউইক থমাসের স্মারক ভাস্কর্য
থমাসভিলের প্রতিষ্ঠাতা জন ওয়ারউইক থমাসের স্মারক ভাস্কর্য
শহরের কেন্দ্রে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির এই ডানকান ফাইফ আর্মচেয়ার। থমাসভিল শহরের আসবাবপত্রশিল্পের নিদর্শন হিসেবে স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়
বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা এই চেয়ার দেখতে আসেন
সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি চেয়ার
থমাসভিলের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থাপিত একটি ভাস্কর্য
প্রতিটি ভাস্কর্য এলাকার ফটকে রয়েছে বর্ণনা
‘দ্য চেয়ার’ স্মৃতিস্তম্ভের বিস্তারিত বিবরণ লেখা হয়েছে