আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো সরাসরি বিতর্কে অংশ নিয়েছেন। এই নির্বাচনী বিতর্কে নজর ছিল যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের। দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছিল মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্ক সঞ্চালনা করেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।