আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো সরাসরি বিতর্কে অংশ নিয়েছেন। এই নির্বাচনী বিতর্কে নজর ছিল যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের। দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছিল মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্ক সঞ্চালনা করেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।
বিতর্কের শুরুতে করমর্দন করেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসট্রাম্পের সঙ্গে বিতর্ক শেষে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন কমলা হ্যারিসডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের কথার জবাব দিচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পবিতর্ক শেষে এক অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস–ডগ এমহফ দম্পতিটেলিভিশন পর্দায় বিতর্ক দেখছেন কমলা হ্যারিসের একদল সমর্থকবিতর্কের মঞ্চে ওঠার আগে হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পনিউইয়র্কে মার্কিন শেয়ারবাজারের একটি ভবনের বাইরে টেলিভিশনে ট্রাম্প–হ্যারিস বিতর্কট্রাম্প ও হ্যারিসের বিতর্কের সময় সেখানে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় অনেককে