লেক ওয়ার্থ বিচে শিশুরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেক ওয়ার্থ বিচ। বছরের এ সময়ে অনেকেই বেড়াতে আসেন এখানে। বড়দের পাশাপাশি আসে শিশুরাও। নানা খেলা, মজায় মেতে ওঠে তারা।

লেক ওয়ার্থ বিচে পর্যটকেরা
লেক ওয়ার্থ বিচে পর্যটকেরা
ঢেউয়ের ভয়ে একছুটে বাবার কাছে যেতে চায় শিশুটি
ভয় ভেঙে গেছে। তাই এবার ঢেউয়ের কাছে
আপনমনে দাঁড়িয়ে শিশুটি
ঢেউয়ের সঙ্গে খেলা
বাবার পিঠে চড়েছে শিশুটি
লেক ওয়ার্থ বিচে পর্যটকেরা