পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অপেক্ষায়

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্রের টেক্সাস ও গ্রেট লেকস অঞ্চল ও কানাডার কিছু অঞ্চল থেকে আজ সোমবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে। এ সময় কিছু এলাকায় দিনেই রাতের অন্ধকার নেমে আসবে। প্রায় সাড়ে চার মিনিট এই পরিস্থিতি থাকতে পারে। অভূতপূর্ব এই দৃশ্য দেখতে লাখ লাখ মানুষ ওই অঞ্চলে জড়ো হচ্ছেন।

সূর্যগ্রহণের এক দিন আগে ৭ এপ্রিল মেক্সিকোর মাজাতলানের ম্যালেকন এলাকায় জড়ো হচ্ছেন। সূর্যাস্তের সময় তোলা
ছবি:রয়টার্স
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের হাউলটনে সূর্যগ্রহণ উপলক্ষে আতশবাজি উপভোগ করছেন মানুষ। ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছেন
যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আসা মানুষ নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য উপভোগ করছেন
উত্তর আমেরিকায় সূর্যগ্রহণের আগে এক দর্শনার্থী যুক্তরাষ্ট্রের মানচিত্রে একটি পিন যুক্ত করে। বিরল মহাকাশীয় এই দৃশ্য দেখতে উৎসাহী মানুষ নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। ৭ এপ্রিল আরকানসাসের রাসেলভিল
নিউইয়র্কের নায়াগ্রা জলপ্রপাত এলাকা নাসার কাউন্টডাউন ডিসপ্লে দেখছেন এক নারী। সূর্যগ্রহণ দেখতে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী নায়াগ্রায় ভিড় করেছেন অসংখ্য মানুষ। ৭ এপ্রিল
সূর্যগ্রহণ দেখার আগে নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা। ৭ এপ্রিল
সূর্যগ্রহণ দেখার জন্য কীভাবে চশমা পরতে হবে, তা দর্শনার্থীদের দেখানো হচ্ছে। আরকানসাসের রাসেলভিলে
সূর্যগ্রহণের ট্যাটু শরীরে আঁকাতে মেইন অঙ্গরাজ্যের হাউলটনে দোকানে ভিড় করছেন মানুষ। ৭ এপ্রিল
মেইন অঙ্গরাজ্যের হাউলটনে সূর্যগ্রহণের আগে উৎসবে আতশবাজি উপভোগ করছেন দর্শনার্থীরা
দোকানে সূর্যগ্রহণের প্রতীক দিয়ে আঁকা স্মারক টুপি সাজিয়ে রাখা হয়েছে মেইন রাজ্যের একটি দোকানে