উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্রের টেক্সাস ও গ্রেট লেকস অঞ্চল ও কানাডার কিছু অঞ্চল থেকে আজ সোমবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে। এ সময় কিছু এলাকায় দিনেই রাতের অন্ধকার নেমে আসবে। প্রায় সাড়ে চার মিনিট এই পরিস্থিতি থাকতে পারে। অভূতপূর্ব এই দৃশ্য দেখতে লাখ লাখ মানুষ ওই অঞ্চলে জড়ো হচ্ছেন।