বর্ষপঞ্জি থেকে বিদায় নিল আরও একটি বছর। বরণ করে নেওয়া হলো খ্রিষ্টীয় ২০২৪ সালকে। নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে ছিল নানা আয়োজন। বছরের প্রথম প্রহরে রঙিন হয়ে উঠেছিল বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বর্ষবরণের আয়োজনে আলোর ঝলকানি যেমন ছিল, তেমনি বিচিত্র সাজে সেজেছিলেন অনেকে। সেসব মুহূর্তই এসেছে আলোকচিত্রীদের ক্যামেরায়।