রাশিয়ার হামলার মুখে ইউক্রেন ছেড়ে আশপাশের দেশগুলোতে ছুটছে মানুষ। অনেকেই পেছনে ফেলে যাচ্ছেন কাছের মানুষকে। প্রিয়জনকে ছেড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শরণার্থীশিবিরে।
ইউক্রেনের খারকিভ শহরে একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় রাশিয়ার যুদ্ধবিমান। বিমানের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের এক সেনা। ৮ মার্চ। জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। ৮ মার্চ। ইউক্রেনের ইরপিন শহরে বিধ্বস্ত একটি সেতু। ৮ মার্চ। রুশ বাহিনীর হামলার মুখে পালাচ্ছেন ইরপিন শহরের বাসিন্দারা। ৮ মার্চ। ইরপিন ছেড়ে চলে যাচ্ছে পরিবার। দায়িত্ব পালনে থেকে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। শেষ মুহূর্তে শিশুসন্তানকে বিদায় দিচ্ছেন তিনি। ৮ মার্চ। রুশ বাহিনীকে প্রতিরোধে ওডেসা শহরে বালুর বস্তা স্তূপ করছেন স্থানীয় লোকজন। ৮ মার্চ। ইউক্রেনের লিভ শহর ছেড়ে পোল্যান্ডে পাড়ি দিতে ট্রেনে ওঠার অপেক্ষায় মানুষ। ৮ মার্চ।