কাস্তের মতো পাতলা চাঁদের নিচে জ্বলজ্বল করছে একটি তারা। যেন রুপার তৈরি চাঁদ-তারার গয়না তৈরি হয়েছে মহাকাশে। এমন দৃশ্যের দেখা মিলেছে গত শুক্রবার (২৪ মার্চ ২০২৩)। দিনটি ছিল প্রথম রমজান। সেদিন সন্ধ্যার আকাশে চাঁদের নিচে দেখা তারাটি মূলত শুক্র গ্রহ। শুক্র সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। সকালের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে এর পরিচিতি সন্ধ্যাতারা নামে।
পৃথিবীর কোনো জায়গা থেকে দৃষ্টিরেখা বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র এসে পড়ে, তাহলে চাঁদের আড়ালে শুক্রকে ঢাকা পড়তে দেখা যায়। চাঁদের এ রকম অন্য মহাজাগতিক বস্তুকে ঢেকে দেওয়াকে বলা হয় ‘চাঁদের আড়াল’। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে বলে আমরা দেখি আকাশের গায়ে চাঁদ ক্রমেই পূর্বে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার পথেই মূলত চাঁদ আড়াল করে ফেলে শুক্রকে।