তছনছ পতেঙ্গার জেলেপল্লি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের পতেঙ্গার জেলেপল্লিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির ধাক্কায় ভেসে গেছে শতাধিক বসতঘর ও দোকান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার মানুষ। সব হারিয়ে বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বেড়িবাঁধে। ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ি থেকে মালামাল বের করার চেষ্টা করছেন কেউ কেউ। গত মঙ্গলবার আকমল আলী সড়ক এলাকার চিত্র।
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে ঘর। সেখান থেকে অবশিষ্ট জিনিস বের করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে ঘর। সেখান থেকে অবশিষ্ট জিনিস বের করা হচ্ছে।
ঝড়ের তাণ্ডবে সব এলোমেলো। ধ্বংসস্তূপের ভেতর থেকে দরকারি জিনিস খুঁজছেন জেলেপল্লির বাসিন্দারা।
যত দূর দৃষ্টি যায়, শুধু ধ্বংসস্তূপ চোখে পড়বে।
ভেঙে পড়া ঘরের সামনে অসহায় বসে আছেন জহুরা বেগম।
প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তোড়ে ডোবায় পড়েছে ঘর। সেখান থেকে উদ্ধার করা হচ্ছে নৌকার ইঞ্জিন।
নৌকায় করে জাল ও শিশুটিকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।
ভেঙে পড়া ঘর পানিতে তলিয়ে গেছে। ডুবে ডুবে উদ্ধারের করা হচ্ছে ঘরের অবশিষ্টাংশ।
পরিবারের সদস্যরা মিলে ভেঙে পড়া ঘর আবারও ঠিক করার চেষ্টা করছেন।
মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে অনেক পরিবার।
সঙ্গে গৃহপালিত পশুপাখিও নিয়ে এসেছেন অনেকে।
দুর্যোগে ঘর গেছে। খাওয়া তো বন্ধ করা যাবে না। তাই কম্বল টানিয়ে বেড়িবাঁধে রান্নার চেষ্টা করছেন এক নারী।