ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের পতেঙ্গার জেলেপল্লিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির ধাক্কায় ভেসে গেছে শতাধিক বসতঘর ও দোকান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার মানুষ। সব হারিয়ে বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বেড়িবাঁধে। ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ি থেকে মালামাল বের করার চেষ্টা করছেন কেউ কেউ। গত মঙ্গলবার আকমল আলী সড়ক এলাকার চিত্র।