বিড়াল র‍্যাম্প শো

রাজধানীর যমুনা ফিউচার পার্কে বেলা ১১টা থেকে দিনব্যাপী বিড়ালের এ মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে। তবে মিলনমেলায় তারা একা আসেনি, সঙ্গে তাদের পোষা বিড়ালও আছে। ‘বিড়াল র‍্যাম্প শো’ অনুষ্ঠানটির আয়োজন করেছেন রসায়নবিদ ও পোষ্যপ্রেমী মো. আলমগীর। র‌্যাম্পের পাশাপাশি থাকছে খাদক বিড়ালের প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন আয়োজন।

র‍্যাম্প শোতে চশমা পরা একটি বিড়াল।
বিড়ালদের ক্যাটফুড দেওয়া হয়েছে।
শিশুর কোলে তার বিড়াল।
র‍্যাম্প শোতে লালগালিচায় একটি বিড়াল।
বিড়ালটিকে আর্জেন্টিনার জার্সি পরানো হয়েছে।
পোষা বিড়ালের সঙ্গে সেলফি তোলা হচ্ছে।
হ্যাট ও মালা পরিয়ে সাজানো হয়েছে বিড়ালকে।
কোলে নেওয়ার পর ডাকছে বিড়ালটি।
ব্যাগের ভেতরে দুটি বিড়াল।
কোলে নিয়ে পোষা বিড়াল দেখাচ্ছেন এক তরুণী।
র‍্যাম্প শোতে দুই তরুণীর কোলে তাদের বিড়াল।
মডেল হয়ে র‍্যাম্প শোর লালগালিচায় হাঁটানো হয় বিড়ালটিকে।
লালগালিচায় পোষা বিড়াল নিয়ে হাঁটছে এক তরুণী।
বিড়ালের সেলফি তুলছে অনেকেই।