বরিশালের বোম্বাই মরিচ ভ্যানে করে প্রতি হালি ২০ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন এক বিক্রেতা। স্বাদ ও ঘ্রাণের জন্য এ মরিচ অনেকেই কিনে থাকেন। ক্লে রোড, খুলনা , ১৭ ডিসেম্বরআগাম জাতের আলু তুলে তা বিক্রি করছেন কৃষক। প্রতি কেজি আলু জমিতেই বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে। নয়াপুকুর এলাকা, রংপুর, ১৭ ডিসেম্বর
শীত বেড়েছে, তাই কানটুপি কিনতে ভিড় জমিয়েছেন লোকজন। ১২০ থেকে ২০০ টাকায় কানটুপি বিক্রি হচ্ছে। কে ডি ঘোষ রোড, খুলনা, ১৭ ডিসেম্বরনেপিয়ার জাতের উচ্চ ফলনশীল ঘাস কেটে তা বিক্রির জন্য শহরে নেবেন এই ব্যবসায়ী। পালিচড়া এলাকা, রংপুর, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
খাবার খাওয়া শেষে একঝাঁক চিল আশ্রয় নিয়েছে সবুজ গাছের ডালে। এখানে বসে রোদের তাপও নিচ্ছে। অরণ্যপুর এলাকা, কুমিল্লা, ১৭ ডিসেম্বরবীজতলায় সেচ দিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক। সাহবাজপুর এলাকা, রংপুর, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
মাঠে কাজ শেষে আল ধরে বাড়িতে ফিরছেন এক কৃষক। ভেটিসোনাই গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ১৭ ডিসেম্বরপাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ করা হয়। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে এই লেবু সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হয়। সিলেট নগরে বিক্রির জন্য আনা হয়েছে এই লেবু। সোবহানীঘাট, সিলেট, ১৭ ডিসেম্বরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আগামীকাল সোমবার। আওয়ামী লীগের প্রার্থীদের কেউ কেউ পোস্টার ছাপানো শুরু করেছেন। অলকার মোড় এলাকা, রাজশাহী, ১৭ ডিসেম্বরপাইকারি বাজার থেকে নানা শাকসবজি কিনে তা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা। নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তাঁরা এগুলো বিক্রি করেন। শাহজালাল সেতু, সিলেট, ১৭ ডিসেম্বরমাঠ থেকে নিজের খেতের ধান কেটে ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক সুভাষ চন্দ্র রায়। পারচর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ১৭ ডিসেম্বরশীতের সকালে সুরমা নদীতে নৌকায় বসে জাল দিয়ে মাছ শিকার করছেন তিন মৎস্যজীবী। মাছিমপুর এলাকা, সিলেট, ১৭ ডিসেম্বরশর্ষে ধুয়েমুছে পরিষ্কার করে বাড়ির পাশে মাঠে রোদে শুকাচ্ছেন গৃহবধূ ববিতা রানী রায়। এই শর্ষে মিল থেকে ভাঙিয়ে তেল করে আনা হবে। পারচর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ১৭ ডিসেম্বরবোরো মৌসুম সামনে রেখে বীজতলা তৈরিতে ব্যস্ত রয়েছেন কৃষকেরা। চারা ধান তৈরিতে কৃষক কাশেম প্রামাণিক বীজতলায় বীজ ধান ছিটাচ্ছেন। বাহিরদিয়া এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৭ ডিসেম্বরবাম গণতান্ত্রিক জোটের সমাবেশ শেষে বাসদের নেতা–কর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ে ফেরার পথে পুলিশ বাধা দেয়। সদর রোড, বরিশাল, ১৭ ডিসেম্বর