ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন লোকজন। রেলস্টেশন, চট্টগ্রাম। ৫ এপ্রিলসারা বছর মাটির তৈজসপত্র বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বাড়ির উঠানে মাটির পাতিল তৈরি করছেন মিনতি রানী পাল। বাহিরদিয়া এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর। ৫ এপ্রিল
বিজ্ঞাপন
চৈত্রের গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাতপাখার চাহিদা। তাই ভ্যানে করে হাতপাখা বিক্রি করতে বের হয়েছেন চাটমোহর এলাকার স্বপন চন্দ্র দাশ। প্রকারভেদে প্রতিটি পাখা বিক্রি হচ্ছে ৩০ থেকে ১৫০ টাকায়। ঘোড়াস্ট্যান্ড, পাবনা, ৫ এপ্রিল
বিজ্ঞাপন
শিমুলের ফল ফেটে বের হয়েছে তুলা। এই তুলার কদর সবচেয়ে বেশি। ডাকবাংলো, পাবনা, ৫ এপ্রিল শিশু রায়হানকে সাঁতার শেখাচ্ছেন এক অভিভাবক। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৫ এপ্রিল ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চঘাট, চাঁদপুর। ৫ এপ্রিলঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলের দিকে ছুটছেন সবাই। শেষ মুহূর্তে যাত্রীদের ভিড় পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটে। ৫ এপ্রিলশ্রমিক দিয়ে কচুখেত নিড়ানি দিয়ে নিচ্ছেন জমির মালিক। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন স্থানীয় কৃষিশ্রমিকেরা। বিরামপুর, দিনাজপুর। ৫ এপ্রিলজমি থেকে পেঁয়াজ তুলে বিক্রির জন্য বাছাই করছেন একদল নারী কৃষিশ্রমিক। প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়। পালিচড়া এলাকা, রংপুর, ৫ এপ্রিলবাগানের কলাসহ হরেক রকমের পণ্য বিক্রি করতে অনেকে রাঙামাটি শহরে নদীপথে যাচ্ছেন। ৫ এপ্রিলশুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নান করতে এসেছেন হাজারো পুণ্যার্থী। প্রথম প্রহর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই স্নানোৎসব। দুর্গাসাগর দিঘি, বাবুগঞ্জ, বরিশাল, ৫ এপ্রিলমাছ ধরার ফাঁদ নিয়ে হাওরের দিকে যাচ্ছেন রণধির বিশ্বাস। সিলেট অঞ্চলে চাঁই বা ‘কুইন’ নামেও পরিচিত। এই ফাঁদে কুঁচিয়া ধরা পড়ে বেশি। শাহপরান বাইপাস সড়ক, দক্ষিণ সুরমার, সিলেট, ৫ এপ্রিল