একঝলক (১০ আগস্ট, ২০২৪)

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিএনসিসির এক সদস্য। লিবার্টি মোড়, কুমিল্লা, ১০ আগস্ট
ছবি: এম সাদেক
সড়কের পাশে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। কেডিএ ভবন, খুলনা, ১০ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
সেতুর রেলিংয়ে শুকাতে দেওয়া হয়েছে পাট। নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ১০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
বিলের পানিতে জাল পেতে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। চলনবিল, চাটমোহর, পাবনা, ১০ আগস্ট
ট্রাকে করে এসেছে সুপারির চালান। স্থানীয় কুলিরা ট্রাক থেকে সুপারির বস্তা নামাচ্ছেন। ঢাকামোড়, বিরামপুর পৌর শহর, দিনাজপুর, ১০ আগস্ট
ফলের আড়তে আনারস সাজিয়ে নিয়ে বসে আছেন এক ব্যবসায়ী। স্টেশন সড়ক, বগুড়া, ১০ আগস্ট
নদীতে জাগ দেওয়া পাটকাঠি রাস্তায় তুলে সেগুলো থেকে আঁশ ছাড়িয়ে দিচ্ছেন নারী শ্রমিকেরা। পদ্মার মোড়, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ আগস্ট