মহান বিজয় দিবস উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে মহল্লার একটি দেয়ালে জাতীয় পতাকা আঁকছেন এক শিল্পী। গেন্ডারিয়া এলাকা, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সর্বত্র লাল-সবুজে সাজ সাজ রব। তেমনি পুরান ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে বাঁশের খুঁটিতে দড়ি টানিয়ে তাতে ছোট ছোট কাগজের পতাকা ঝোলানো হয়। নিজেদের বাসার ছাদের রেলিংয়ে পতাকা সাঁটিয়ে বিজয়ের উৎসবে মেতেছে শিশু-কিশোর। এস কে দাস রোড এলাকা, ১৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
বিজয় দিবস সামনে রেখে ভাস্কর্যে রঙের কাজ করছেন এক শ্রমিক। মতিঝিলের বলাকা চত্বর, ১৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আপিলের রায়ের কপি তুলতে এসেছেন প্রার্থীর পরিচিতজনেরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন, ১৫ ডিসেম্বরজন্মের প্রায় আট মাস পর প্রথমবারের মতো দর্শনার্থীদের সামনে আনা হলো বকুল, কসমস ও চন্দন নামের তিনটি বাঘশাবক। শিউলি-কদম বাঘ দম্পতির এই শাবকগুলো বিজয় দিবসের ঠিক আগের দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, ১৫ ডিসেম্বরদারফুর বা রুয়ান্ডা, ইরাক বা ফিলিস্তিন এমন অনেক দেশের নাম উঠে এসেছে এক ব্যানারে। সেই ব্যানারে আছে যুদ্ধবিধ্বস্ত নানা দেশের নাম। বিশ্বের যেসব দেশে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে ব্যানারের চিত্রকর্মের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরের প্রাচীরের পুরোটা জুড়ে এমন অসংখ্য ছবি নিয়ে শুরু হয়েছে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চিত্র প্রদর্শনী’। ঢাকা, ১৫ ডিসেম্বর অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১১তম প্রয়াণদিবস উপলক্ষে গণতান্ত্রিক সমাজ গঠনে একাডেমিক অ্যাকটিভিজমের প্রাসঙ্গিকতা স্মারক বক্তৃতায় অতিথিরা। উত্তরসূরি: নুরজাহান-সারওয়ার মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র এই বক্তৃতার আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশনের সহায়তায়। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, ঢাকা, ১৫ ডিসেম্বর জুমার নামাজের পর গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে গণসংযোগ করেন সাঈদ খোকন। গাড়ি থেকে আশপাশের মানুষজনের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। এ সময় ওই এলাকায় যানজটে পড়েন সাধারণ মানুষ। নর্থ ব্রুক হল রোডে, ১৫ ডিসেম্বর পাহাড়ে খুন-সন্ত্রাসের বিরুদ্ধে সংহতি সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। শাহবাগ, ১৫ ডিসেম্বরমহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। সেই পুষ্পস্তবক তৈরি করতে ফুলের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। শ্যাম ঠাকুর সড়ক, পাবনা, ১৫ ডিসেম্বরচুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট থেকে খেজুরের গুড়ের কলসি ট্রাকে তোলা হচ্ছে। নেওয়া হবে সিরাজগঞ্জের বেলকুচিতে। চুয়াডাঙ্গা, ১৫ ডিসেম্বরনীলফামারীতে জেঁকে বসেছে শীত। তাই স্বল্প আয়ের মানুষেরা গরম কাপড় কিনতে ভিড় করছেন পুরোনো কাপড়ের বাজারে। বড় মাঠের পুরোনো কাপড়ের বাজার, ১৫ ডিসেম্বরসারা বছর সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকে। তবে শীতের লাউয়ের কদর আলাদা। বিভিন্ন কৃষকের খেত থেকে এ লাউ সংগ্রহ করে এখানে রাখা হচ্ছে। পরে এখান থেকে পাইকারেরা কিনে রাজধানীতে নিয়ে যাবেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়, ১৫ ডিসেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের জানাজা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার নগরের ঈদগাহ ময়দানে। কুমিল্লা, ১৫ ডিসেম্বর পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতে। পর্যটকদের কাছে কায়াকিং বেশ পছন্দের। শহরের পলওয়েল পার্ক এলাকার কাপ্তাই হ্রদ, ১৫ ডিসেম্বরমো. ছলিম নিজে তৈরি করেন লোহার জাল দিয়ে ইঁদুর ধরার ফাঁদ। কুমিল্লা নগরের বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে এই ফাঁদ পাইকারি দরে বিক্রি করেন তিনি। প্রতিটির দাম নেন ৭৫ থেকে ৮০ টাকা। আলেখারচর এলাকা, সদর উপজেলা,কুমিল্লা ১৫ ডিসেম্বরদুই ছেলেকে সঙ্গে নিয়ে বীজতলার জন্য জমি প্রস্তুত করতে মই দিচ্ছেন এই কৃষক। রংপুর শহরতলির বুড়াইল এলাকা, ১৫ ডিসেম্বরঘন কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে চলছে যাত্রীবাহী বাস। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে মাথাভাঙ্গা সেতু, ১৫ ডিসেম্বরকুয়াশায় ঢাকা কর্ণফুলী নদী। এ সময় সতর্কভাবে চলাচল করে জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকা। চট্টগ্রাম কর্ণফুলী নদী, ১৫ ডিসেম্বরমহান বিজয় দিবস ঘিরে পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। আকার ও ফুলভেদে পুষ্পস্তবকগুলো ৭০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়, ১৫ ডিসেম্বর