ছুটির দিনে সাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতেছে এক শিশু। টিক্কাক চর, কুমিল্লা, ২১ জুলাই
বিজ্ঞাপন
চলনবিলে নৌকাভ্রমণ। কুন্দইল, সগুনা, তাড়াশ, সিরাজগঞ্জ, ২০ জুলাইলাঠির মাথায় ফোম বেঁধে সয়াবিন, পাম অয়েলের খালি ড্রামের গায়ে লেগে থাকা তেল সংগ্রহ করছেন একজন। স্টেশন সড়ক, খুলনা, ২১ জুলাইসাতসকালে দুধ বিক্রি করতে বাজারে এসেছেন বিক্রেতারা। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ জুলাইপাটের জমির ওপারে লোকালয়, এপারে জলাশয়। সেখানেই ওত পেতে ঘোরাঘুরি করছে এক শিয়াল। লোকালয় থেকে হাঁস-মুরগি বা ছাগলের বাচ্চা এদিকে এলেই তা শিকার করে পালাবে শিয়ালটি। চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ২১ জুলাইবাবুই পাখি বুনো ঘাস ছিঁড়ে নিয়ে যাচ্ছে বাসা তৈরি করবে বলে। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ২১ জুলাইহবিগঞ্জগামী একটি বাস চান্দুরা-আখাউড়া সড়কের চম্পকনগরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের কাচ ভেঙে যায় বাসটির। ব্রাহ্মণবাড়িয়া, ২১ জুলাইটানা তিন দিনের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে বেড়াতে এসেছেন মানুষজন। বিভিন্ন প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের পাশাপাশি সবুজ চা-বাগানেও দল বেঁধে ঘুরছেন পর্যটকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২১ জুলাইনতুন সড়ক বিভাজকটিকে রং করা হচ্ছে। দুর্ঘটনা এড়ানোর জন্য রং করে চালকদের কাছে বিভাজকটিকে দৃশ্যমান করা হচ্ছে। শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ, ২১ জুলাইভরদুপুরে গাছের ডালে বসেছে একটি ঘুঘু। মানরা, মানিকগঞ্জ সদর, ২১ জুলাইকয়েক দিন থেকে বৃষ্টি নেই, পানি শুকিয়েছে সবখানে। পাট জাগ দেওয়ার জন্য তাই জলাশয় খুঁজছে এক চাষি পরিবার। বত্তর বিল, রংপুর, ২১ জুলাইপুষ্টি-প্রথম আলো স্কুল আঞ্চলিক বির্তক উৎসব শুরু হয়েছে। বিতর্কে অংশগ্রহণকারী প্রতিযোগীরা। জেলা শিল্পকলা একাডেমিত, চট্টগ্রাম, ২১ জুলাই