জাতীয় বসন্তবরণ উৎসবে সমবেত নৃত্য পরিবেশনা। বকুলতলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়শীতকাল শেষ আজ পয়লা ফাল্গুন। বসন্তকাল শুরু হলো। কিন্তু রংপুরে শীতের আমেজ এখনো কাটেনি। সকালে ও সন্ধ্যায় কনকনে শীত। সকালে কম্বল মুড়িয়ে তাই একজন রোদ পোহাচ্ছেন। কেরানিহাট, রংপুর, ১৪ ফেব্রুয়ারিবসন্তকে বরণ করতে প্রথম দিন খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করে বসন্তবন্দনা অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ ফেব্রুয়ারিসুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন বিনাশী সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। শাহবাগ, ১৪ ফেব্রুয়ারিভোরে হাল নিয়ে বেড়িয়েছিলেন কৃষক আরিফুল ইসলাম। হালচাষ শেষে জমির আল দিয়ে বাড়ি ফিরছেন তিনি। কামদেবপুর, সদর উপজেলা, রংপুর, ১৪ ফেব্রুয়ারিপয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে নগরের ফুলের দোকানগুলোয় ক্রেতারা আসছেন নানা ধরনের ফুল কিনতে। ভালোবাসার মানুষকে জানাবে ফুল দিয়ে শুভেচ্ছা অথবা নিজেকে রাঙাবেন ফুলে। সদর রোড, বরিশাল নগর, ১৪ ফেব্রুয়ারিপাহাড় থেকে ঝাড়ুফুল সংগ্রহ করে ফিরছেন দুই নারী। আলমগীর টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ ফেব্রুয়ারিবসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা বের করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সাহেববাজার, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারি বসন্তে নানা ফুটন্ত ফুলে প্রকৃতিকে রাঙিয়েছে চারদিক। ফুটন্ত ফুলে মধু আহরণে ভ্রমরের আনাগোনা। সাঁতারপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ফুলের মধু আহরণে ঘুরছে মৌটুসী পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া ১৪ ফেব্রুয়ারিমায়ের পা ধুয়ে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদ্যাপন করল দেড় শতাধিক শিশু। অনুষ্ঠানটির আয়োজন করে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল। এসপি পার্ক, টাঙ্গাইল, ১৪ ফেব্রুয়ারি সদ্য তৈরি করা ধানখেতে খাবারের সন্ধানে নেমেছে কালাম পাখিটি। কাপ্তাই হ্রদ, কালিন্দিপুর, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারি বানর ছানাকে পিঠে নিয়ে মা বানর এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। তৈমিদুঙ পাহাড়, রাঙামাটি, ফেব্রুয়ারি বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। তাহিরপুর, সুনামগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে উদ্যাপন করা হয়েছে বসন্ত উৎসব। সিআরবি, চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি ‘নৃত্যশৈলীর’ আয়োজনে বসন্তবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংগঠনটির শিল্পীরা। জালালাবাদ পার্ক, সিলেট, ১৪ ফেব্রুয়ারি