একঝলক (২৯ মে ২০২৪)

গাছজুড়ে সৌন্দর্য ছড়িয়ে ফুটেছে ক্যাসিয়া জাভানিকা ফুল। গ্রীষ্মের এ ফুলটি মায়াবী রং ছড়িয়েছে পাহাড়ি বনে। বগাপাড়া গ্রাম, কাউখালী, রাঙামাটি, ২৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
সকাল হতে না হতেই কাঁচা কলা, ভাদাল ও পাটের শাক বিক্রি করতে এসেছেন এক বিক্রেতা। চাঁদমারী মোড়, পাবনা, ২৯ মে
কয়েক দিনের বৃষ্টিতে সামান্য পানি বেড়েছে। তাই জলাশয়ে মাছের খোঁজে ছুটছেন এই জেলে। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ২৯ মে
মরিচের দাম বেড়েছে। খুশি চাষিরা। প্রতি মণ মরিচ পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা। বিক্রির জন্য মরিচ তুলছেন কিষানিরা। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ২৯ মে
গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি সামনের চাকা ফেটে সড়কের পাশে পড়ে যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ওবায়দিয়া মাদ্রাসা গেট এলাকা, চট্টগ্রাম, ২৯ মে
জোয়ারের পানিতে আবাদ করা জমি তলিয়ে গেছে। সেই পানিতে জাল দিয়ে মাছ শিকার করছে এক কিশোর। ইউসুফপুর, কলাপাড়া, ২৯ মে
ঘূর্ণিঝড় রিমাল–পরবর্তী শান্ত নদীতে মাছ ধরতে জাল প্রস্তুত করছেন জেলেরা। দেবগ্রাম অন্তারমোড়, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ মে
ঘূর্ণিঝড় রিমাল–পরবর্তী মাছ ধরতে নদীর পাড়ে জড়ো হয়েছে জেলেদের নৌকা। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ মে
বিক্রি করতে নৌকা থেকে কাঁঠাল হাটে তুলছেন শ্রমিকেরা। কাঁঠালের ভরা মৌসুমে চাহিদা ও দাম দুটিই বেড়েছে। শহর থেকে আসা পাইকারেরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সমতা ঘাট, রাঙামাটি, ২৯ মে
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খেটে খাওয়া মানুষের কাজ প্রায় বন্ধ ছিল। সকালের আকাশ কিছুটা ঝলমলে থাকায় কোদাল নিয়ে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। সড়কের পাশে বসে অপেক্ষা করছেন কখন কাজ পাবেন। কান্দিরপাড়, কুমিল্লা, ২৯ মে
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উঁচু জোয়ার থেকে ফসলি জমি ও বসতঘর রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা নিচু বাঁধের ওপর মাটি ও বালুর বস্তা ফেলে বাঁধ উঁচু করার কাজ করেছেন। শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ, কয়রা, খুলনা, ২৯ মে