খেতে রসুন রোপণের জন্য ছোট লাঙল দিয়ে সারি টানছেন কৃষক মনোয়ার মাতুব্বর। ফরিদপুর, ৬ নভেম্বর
কুয়াশায় ঢাকা পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। রাঙামাটি, ৬ নভেম্বর
বিজ্ঞাপন
পাহাড়ি নারী জুমের ফসল তুলে বিক্রি করতে গন্তব্যে যাচ্ছেন। সাপছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বর
বিজ্ঞাপন
ইটভাটার শ্রমিক সুন্দর আলী কাজের অবসরে ছেলেকে নিয়ে জমির নিচু অংশে জমে থাকা পানিতে নিজেদের খাওয়ার জন্য ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন। চর কাশিপুর, নারায়ণগঞ্জ, ৬ নভেম্বরগুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশায় মোড়ানো সকালে গাছের ডালে জবুথবু হয়ে বসে আছে শালিক পাখি। রাঙামাটি, ৬ নভেম্বরজালে দেশি জাতের বেশ কিছু মাছ আটকেছে, তা বের করছেন এই শৌখিন মাছশিকারি। বালাচড়া, রংপুর, ৬ নভেম্বরপেঁয়াজের বীজ বুনতে জমিতে মই দিচ্ছেন কৃষক। রংপুর, ৬ নভেম্বরপিরোজপুর থেকে নছিমনে নৌকা তৈরি করে খুলনা ডুমুরিয়া উপজেলায় বিক্রি জন্য নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। আকারভেদে নৌকাগুলোর দাম হবে চার থেকে সাত হাজার টাকা। লবণচরা, খুলনা, ৬ নভেম্বরবরই পাতার ওপর বসেছে ফড়িং। মাথাভাঙ্গা, বটিয়াঘাট, খুলনা, ৬ নভেম্বরসড়কের পাশে ফুটেছে গোলাপি রঙের ছোট ছোট ফুল। সেই ফুল থেকে মধু নিচ্ছে হলুদ রঙের প্রজাপতি। কুমিল্লা, ৬ নভেম্বর