একঝলক (২২ সেপ্টেম্বর,২০২২)

রংপুর নগরের প্রধান সড়কগুলোতে দিন দিন যানজট বাড়ছে। ছবিটি নগরের সিটি করপোরেশন কার্যালয়ের সামনে থেকে তোলা। রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
অ্যালুমিনিয়ামের পাতিল তৈরি করছেন শ্রমিকেরা। তালোড়া বন্দর, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
মেহেরপুরের গাংনী পোস্ট অফিস দীর্ঘ ৪০ বছরে একবারও সংস্কার করা হয়নি। ভবনটির ছাদে পানি জমে স্যাঁতসেঁতে হয়ে গেছে, পলেস্তারা খসে পড়ছে। মেহেরপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: আবু সাঈদ
আশ্বিন মাসের প্রথম সপ্তাহে উপজেলার প্রতিটি গ্রামে আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। হাসনাবাদ, মেঘনা, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর
দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে ফেলে রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি। এতে প্রতিমুহূর্তে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। কুমিল্লা, ২২ সেপ্টেম্বর
পাহাড়ি এলাকাগুলোতে আনারস, লেবু ও কলার চাষ হয়। ভোরবেলা বাগান থেকে এসব ফল শহরের বাজারে আনা হয়। পাইকারদের হাত ধরে এগুলো চলে যায় সারা দেশে। শ্রীমঙ্গলের ভানুগাছ সড়ক, মৌলভীবাজার, ২২ সেপ্টেম্বর
ধোলাইখালের অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে স্থানীয় শিশুরা। ঢাকার কলেবর যত বেড়েছে, যত আধুনিকতার পথে হেঁটেছে মানুষ, তার সঙ্গে একটু একটু করে হারিয়েছে ধোলাইখাল। পুরোনো খালের মাত্র ৫ শতাংশ টিকে থাকলেও দূষণ–দখলে সেটুকুও অস্তিত্ব হারাচ্ছে। ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ইজিবাইকেও যেন শরতের ছোঁয়া। ছাদের দুপাশে কাশফুল বেঁধে সড়কে ইজিবাইক চালাচ্ছেন চালক। খুলনা রেলওয়ে স্টেশন এলাকা, ২২ সেপ্টেম্বর
বরিশাল সিটি করপোরেশনের কাছে প্রায় ৬০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ওজোপাডিকো ১১টি পানির পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে নগরের অনেক এলাকায় দুদিন ধরে লাইনের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পানির সংকটে পড়েছেন বাসিন্দারা। এ অবস্থায় সিটি করপোরেশন ভ্রাম্যমাণ ট্যাংকের মাধ্যমে পানি সরবরাহ করছে। বাসিন্দারা বাসাবাড়ির জন্য সেই পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। কসাইখানা মাদ্রাসা রোড, বরিশাল নগর, ২২ সেপ্টেম্বর
চট্টগ্রামের সন্দ্বীপে যাওয়ার জন্য সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট থেকে পণ্যবাহী ট্রলারে উঠেছেন যাত্রীরা। এ ধরনের নৌযানে যাত্রী পারাপার এমনিতেই ঝুঁকিপূর্ণ। এর ওপর কারও সঙ্গে নেই লাইফ জ্যাকেট। একটি ট্রলারে লাইফ জ্যাকেট থাকলেও সবগুলোই কেবিনের সঙ্গে বাঁধা ছিল। কুমিরা নৌঘাট এলাকা, সীতাকুণ্ড, ২২ সেপ্টেম্বর
বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির পর দোলনা চড়ায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। দীঘিনালার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর
হাওরে পানি কমেছে। জেগে ওঠা মাটিতে খাবার শিকারের আশায় দাঁড়িয়ে সাদা বক। শিমুলকান্দি হাওর, সিলেট, ২২ সেপ্টেম্বর
পাইকারি বাজার থেকে পেঁয়াজ ভ্যানে করে খুচরা দোকানে পৌঁছে দিচ্ছেন ভ্যানচালক শরিফুল ইসলাম। প্রখর রোদে ঘামে ভিজে একাকার শরীর। তোপখানা এলাকা, সিলেট, ২২ সেপ্টেম্বর
ফেরিওয়ালাদের কাছ থেকে কাগজের কার্টন সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান ভাঙারি কারবারিরা। ফেলনা এসব কার্টন মেশিনের সাহায্যে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়। ট্রাকে তোলা হচ্ছে পুরোনো কার্টন। কাজিরবাজার, সিলেট, ২২ সেপ্টেম্বর
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গাইবান্ধা শহরে আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। গাইবান্ধা, ২২ সেপ্টেম্বর
কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়া নির্মাণাধীন ভবনে কাজ করছেন শ্রমিকেরা। এতে ঘটতে পারে যেকোনো সময় দুর্ঘটনা। উত্তর কাট্টলী ঈশান মহাজন রোডের সেবাখোলা মোড়, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর
প্লাস্টিক ও কাপড়ের তৈরি নানা ধরনের রংবেরঙের খেলনা ও চরকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছেন বিক্রেতা মিলন শেখ। দিনে তাঁর আয় হয় ৪০০-৫০০ টাকা। মুজিব সড়ক, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল বিএনপি-পুলিশ সংঘর্ষের পর সাবেক এক যুবদল নেতার সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই আগুনে কারখানার পাশের আরও পাঁচটি ঘর ভস্মীভূত হয়েছে। সেই পাঁচ বাড়ির একটির মালিক রমজান মিয়া। আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মুক্তারপুরের মালিপাথর এলাকা, মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর
চট্টগ্রামের রাউজানে বংশপরম্পরায় ৫১ বছর ধরে প্রতিমা বানান ৭৮ বছর বয়সী প্রবীণ প্রতিমাশিল্পী অনিল পাল। আসন্ন দুর্গাপূজা ঘিরে তাঁর প্রতিমাপল্লিতে চলছে সর্বশেষ রংতুলির আঁচড়। নোয়াপাড়া পথেরহাটের প্রতিমাপল্লি, চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর
মৌসুমের শেষ দিকে এসে এখন পাটের দাম বাজারে ভালো যাচ্ছে। বর্তমান বাজারে প্রতি মণ পাট ৩২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা শুরুর দিকে ২৬০০ টাকা থেকে শুরু করে ২৯০০ টাকা দরে বিক্রি হচ্ছিল। দাম ভালো থাকায় কৃষক আফজাল শেখ পাট হাটে নেওয়ার আগে বাড়ির উঠানে মেপে নিচ্ছেন। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
রাজশাহী থেকে আসে এসব পেয়ারা। তা বিক্রি হচ্ছে রংপুর নগরের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাছারিবাজার, রংপুর, ২২ সেপ্টেম্বর
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নীল বোনা এলাকার সেন্টুর ১৬টি মহিষ বাড়ি ফেরার পথে নদীতে ভেসে গিয়েছিল। পরে সেই মহিষ স্থানীয় বিজিবির কাছে চলে যায়। বিজিবির কাছে সেন্টু মিয়া মহিষগুলো নিজের দাবি করলেও ফেরত পাননি। পরে মহিষগুলো নিলামে তোলা হয়। সেখান থেকে যে ব্যক্তি এগুলো কিনে নেন, তাঁর কাছ থেকে সেন্টু আরও বেশি দামে কিনে নেন। মহিষগুলো বাড়িতে ফিরে গেলে কান্নায় ভেঙে পড়েন সেন্টুর স্ত্রী আশা বেগম। নীল বোনা এলাকা, রাজশাহী, ২২ সেপ্টেম্বর
নিরাপদ পৃথিবীর জন্য জলবায়ু ন্যায্যতা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং দুর্যোগের ক্ষতিপূরণের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে জলবায়ু ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। স্কুলশিক্ষার্থীদের পরিচালিত দুটি সংগঠন এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। ‘দুর্যোগের ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য শক্তি, এতেই জলবায়ু সংকটের মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বৈশ্বিক কার্বন ও ঐতিহাসিকভাবে দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানায়। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল নগর, ২২ সেপ্টেম্বর
বাণীশান্তার কৃষিজমি রক্ষার দাবিতে পোস্ট কার্ডে প্রধানমন্ত্রীর কাছে এক হাজার কৃষক পরিবারের খোলা চিঠি। বাণীশান্তা-ভোজনখালি সংযোগ সড়ক এলাকা, বাণীশান্তা, দাকোপ উপজেলা, খুলনা, ২২ সেপ্টেম্বর