একঝলক (১৬ অক্টোবর ২০২৩)

পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত ও রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ১৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
ভুবনেশ্বর নদে চাঁই পেতে মাছ ধরা হচ্ছে। পূর্ব আলিয়াবাদ এলাকা, ফরিদপুর, ১৬ অক্টোবর
ধলেশ্বরী নদীর পাড়ে শখ করে মাছ ধরতে নেমেছেন তরুণেরা। ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায়, নারায়ণগঞ্জ, ১৬ অক্টোবর।
সকালে গাছের তলে ঝরে পড়া শিউলি ফুল অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। রাধানগর, পাবনা, ১৬ অক্টোবর
সূর্য ওঠামাত্রই টায়ার নিয়ে খেলতে বের হয়েছে দুরন্ত শিশুটি। কাশিনাথপুর, পাবনা, ১৬ অক্টোবর
শরতের পর শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্তের আগমন ঘটেছে। শহরাঞ্চলে বোঝা না গেলেও গ্রামাঞ্চলে সকাল-সন্ধ্যা কুয়াশা আর হিমেল বাতাস এই ঋতুর উপস্থিতি জানান দিচ্ছে। কুয়াশায় মোড়ানো সকালে জমিতে কাজ করছেন এক কৃষক। গাছপাড়া, পাবনা, ১৬ অক্টোবর
নদের একপাশে জাল দিয়ে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। তাঁর পাশে নৌকায় ভেসে মাছ ধরছেন কয়েকজন। চেঙ্গেরখাল নদ এলাকা, সিলেট, ১৬ অক্টোবর
পানি কমে যাওয়ায় খালের মাঝখানে জেগে উঠেছে উঁচু স্থান। সেখানে দাঁড়িয়ে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। পুটামারা খাল, সিলেট, ১৬ অক্টোবর
দুর্গাপূজার জন্য মাটি দিয়ে প্রদীপসহ বিভিন্ন উপকরণ তৈরি করছেন এক কারিগর। পালপাড়া এলাকা, রংপুর, ১৬ অক্টোবর
আমন ধানের খেতের পাশে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। নন্দিরগাঁও এলাকা, সিলেট, ১৫ অক্টোবর
পানের বরজে পরিচর্যায় ব্যস্ত এক চাষি। বলরামপুর এলাকা, রংপুর, ১৬ অক্টোবর
শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। কারিগরদের কাছ থেকে স্থানীয় কামারকান্দি গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনে মণ্ডপে নিয়ে যাচ্ছেন। সাহাপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ অক্টোবর
শীতকালীন শাকের বীজ ছিটানোর জন্য জমি তৈরি করছেন এই চাষি। চানকুঠি এলাকা, রংপুর, ১৬ অক্টোবর
ধীরে ধীরে কমতে শুরু করেছে নদী-নালা, খাল-বিলের পানি। সেই পানিতে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন এক শৌখিন মৎস্য শিকারি। ধরা পড়ছে দেশীয় নানা জাতের মাছ। ধনপুর এলাকা, কুমিল্লা, ১৬ অক্টোবর
বাজারে কাঁচা মরিচের দাম কমছেই না। তাইতো মাঠে আগাম হাইব্রিড জাতের মরিচ তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এক নারী। ডোগলাগাড়ি ঘাষিড়া পাড়া, শাজাহানপুর, বগুড়া, ১৬ অক্টোবর
হাটের শেডে হাগরাই জাতের আলু বাছাই করছেন উম্মে কুলসুম বেগম। প্রতি বস্তা আলু বাছাই করে তিনি মজুরি পাবেন ১৫ টাকা। আর খুচরায় হাগরাই জাতের আলু হাটে বিক্রি হবে কেজিতে ৬৫ থেকে ৭০ টাকায়। দুবলাগাড়ি হাট, শাহজাহানপুর, বগুড়া, ১৬ অক্টোবর
নৌকাভর্তি বাতাবিলেবু কিনছেন শহর থেকে আসা পাইকারেরা। নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ১৬ অক্টোবর
জেলেরা কাপ্তাই হ্রদ থেকে জাল ফেলে মাছ ধরছেন। সড়ক বাঁধ এলাকা, রাঙামাটি, ১৬ অক্টোবর