লজ্জাবতীগাছের পাতা ও ফুলে জমেছে বিন্দু বিন্দু শিশির। ভোরের আলোয় তা চিকচিক করছে। ঢেপ্পোছড়ি মুখপাড়া, রাঙামাটি, ১০ নভেম্বর
দিনের শুরুতেই দা আর কোদাল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এক শ্রমজীবী। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ১০ নভেম্বর
বিজ্ঞাপন
শুকানোর পর শুঁটকি হতে ব্যবসায়ী। পাঁচ কেজি ওজনের এই লাক্ষা শুঁটকির দাম ১৪ হাজার টাকা। নতুন ফিশারিপাড়া, কক্সবাজার, ১০ নভেম্বর।
বিজ্ঞাপন
স্বরূপকাঠির সন্ধ্যা নদীর তীরে কাঠের বাজার। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে কাঠ কিনে নদী বা সড়কপথে নিয়ে যান। স্বরূপকাঠি, নেছারাবাদ, পিরোজপুর, ১০ নভেম্বর পালন করা কিছু হাঁস খালের পানিতে খাবার খুঁজছে। আর কিছু হাঁস ডাঙায় রোদ পোহাচ্ছে। কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ, ১০ নভেম্বর ট্রাকে করে ফরিদপুর থেকে এসেছে সোনালি আঁশখ্যাত পাট। প্রক্রিয়াজাত শেষে মোড়ককরণ করে তা রপ্তানি করা হবে। ট্রাক থেকে প্রতি মণ পাট গোডাউনে নিয়ে রাখলে শ্রমিকেরা প্রতিজন পাবেন ৫ থেকে ৬ টাকা। মানিকতলা, খুলনা, ১০ নভেম্বর গ্রামে গ্রামে ঘুরে দই বিক্রি করছেন এক বিক্রেতা। দিন শেষে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন তিনি। তুলাগ্রাম, কৈজুরী, ফরিদপুর, ১০ নভেম্বর গবাদিপশুর জন্য বস্তাভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরছেন এক পাহাড়ি নারী। রেইছা দুংখিপাড়া, বান্দরবান, ১০ নভেম্বর কৃষক ধান কেটে খেতেই মাড়াই দিচ্ছেন মেশিনের সাহায্যে। রত্নবতী, কুমিল্লা, ১০ নভেম্বর পাকা ধানের খেতের পাশে মরা ডালে শিকারের অপেক্ষায় বসে আছে ফিঙে পাখি। বানাশুয়া, কুমিল্লা, ১০ নভেম্বর চরাঞ্চল থেকে জ্বালানি সংগ্রহ করে নৌকায় পদ্মা নদী দিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ডিক্রির চর, ফরিদপুর, ১০ নভেম্বরহেমন্তের মধ্যভাগেও রোদের তাপ কমেনি। তাই বিদ্যালয়ে যাওয়ার পথে ছাতামাথায় যাচ্ছে দুই খুদে শিক্ষার্থী। রঘু, রংপুর, ১০ নভেম্বররংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। কারমাইকেল কলেজ, রংপুর, ১০ নভেম্বরলটারির ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে ভর্তি বাতিলের দাবিতে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরে মানববন্ধন করে। কাচারিবাজার, রংপুর, ১০ নভেম্বর‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বামপন্থীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আলোচকেরা। তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১০ নভেম্বরসনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা শেষে সেলফি তুলছেন তরুণীরা। শাপলাবাগ, মৌলভীবাজার, ১০ নভেম্বর। ছবি: ১০ নভেম্বরসাগরে মাছ ধরা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সকালে বিভিন্ন ধরনের ট্রলার থেকে মাছ ঘাটে নামানো হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। ফিশারিঘাট, চট্টগ্রাম, ১০ নভেম্বরনগরের জালালাবাদ এলাকায় পাহাড়ের ওপর চাষ করা শাকসবজিতে পানি দিচ্ছেন এক কৃষক। জালালাবাদ, চট্টগ্রাম, ১০ নভেম্বর আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন সড়কে টহল দেন। সদর রোড, বরিশাল, ১০ নভেম্বরপাহাড়ের চূড়া থেকে বান্দরবান জেলা শহরের দৃশ্য। নীলাচল, বান্দরবান, ১০ নভেম্বর