একঝলক (১৬ অক্টোবর ২০২৪)

তিস্তার চরে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে দল বেঁধে বাড়ি ফিরছেন কয়েকজন। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ১৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
শীতকালীন সবজি ফুলকপি চাষে ব্যস্ত কৃষক। ইছাইদহ, বগুড়া, ১৬ অক্টোবর
গাছের ডালে বসে আছে পাখিটি। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৬ অক্টোবর
দীর্ঘদিন বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে খুলনার তিন উপজেলার মানুষকে। মূল সড়কের ওপর পানিতে চলছে মানুষ ও যানবাহন। ডুমুরিয়া, খুলনা, ১৬ অক্টোবর
কুয়াশামাখা সকালে ধানের শিষের ওপর জমেছে শিশির। গির্জাপাড়া, ফাটাবিল, সৈয়ারপুর, মৌলভীবাজার, ১৬ অক্টোবর
বৃষ্টির জমে থাকা পানিতে গা ভেজাচ্ছে দোয়েল ও বুলবুলি পাখি। ডুমুরিয়া, খুলনা, ১৬ অক্টোবর
ঝোপঝাড়ে খাবারের খোঁজে এক বাহারি হলদে পাখি। ছুটি ভাটবাউর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ১৬ অক্টোবর
বিল এলাকার পানি কমায় সেখানে মাছ ধরার ধুম পড়েছে। পড়ন্ত বিকেলে হেমন্তের স্নিগ্ধ গোধূলি রং প্রতিফলিত হয়েছে বিলের পানিতে। চলনবিল, চাটমোহর, পাবনা, ১৬ অক্টোবর
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসব’কে ঘিরে বানানো মঙ্গলরথটির শেষ মুহূর্তে কাজ করছেন শিল্পীরা। মারমা বাজার, বান্দরবান, ১৬ অক্টোবর
তিস্তা নদীর চর জেগে উঠেছে। নৌকায় ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। গান্নারপাড়, গঙ্গাচড়, রংপুর, ১৬ অক্টোবর
নিজের বাগানের ফসল বিক্রি করতে সাতসকালে কাপ্তাই হ্রদে ভাসমান হাটে এসেছেন পাহাড়িরা। এখানে ডিঙিনৌকায় করে আনা বাতাবিলেবুসহ বিভিন্ন ফলমূলের জমজমাট বেচাকেনা হয়। এসব পণ্য কিনতে শহর থেকে পাইকারেরা আসেন। সমতা ঘাট, রাঙামাটি, ১৬ অক্টোবর
জুমে চাষ করা গুড়িকচুর পাকা পোঙা। অধিকাংশ মানুষের পছন্দের সবজি এটি। বেশ সুগন্ধি এবং স্বাদে ভরা কচু পোঙা। আধা কেজি ওজনের এক আঁটি পোঙা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিলাইছড়ি, রাঙামাটি, ১৬ অক্টোবর