হাওর থেকে তোলা শাপলা ও শালুক বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট। ২১ নভেম্বর
সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন ডিফেন্স এক্স সোলজারাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্ট বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়। সাতমাথা, বগুড়া। ২১ নভেম্বর
বিজ্ঞাপন
কাক বা চড়ুইজাতীয় পাখিকে ভয় দেখানোর জন্য মাঠের মধ্যে কাকতাড়ুয়া রাখা হয়েছে। কিন্তু দূর থেকে কাকতাড়ুয়া দুটি দেখে হঠাৎই মনে হয় যেন দুজন মানুষ নৃত্য করছে। কোমরপুর, পাবনা। ২১ নভেম্বর
বিজ্ঞাপন
৩০ টাকা কেজি দরে টিসিবির চাল কিনতে মানুষের ভিড়। আলুপট্টি মোড়, রাজশাহী নগর। ২১ নভেম্বরশুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। আর এই উন্মাদনায় যোগ দিতে পাবনা সদরের প্রত্যন্ত অঞ্চল হিমাইতপুর ইউনিয়নে চরশিবরামপুর গ্রামে ‘দ্য মোয়াজ ক্লাব’–এর উদ্যোগে সমর্থকেরা ব্রাজিলের ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা তৈরি করেছেন। পতাকা নিয়ে আনন্দমিছিল শেষে গ্রামীণ সড়কের পাশে তাঁরা পতাকাটি টাঙিয়ে দেন। চরশিবরামপুর, হিমাইতপুর, পাবনা। ২১ নভেম্বরফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের সমর্থকদের আনন্দ শোভাযাত্রা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ২১ নভেম্বরআয়কর তথ্যসেবা মাস উপলক্ষে ময়মনসিংহ কর অঞ্চলে আয়কর রিটার্ন গ্রহণ চলছে। ফরম পূরণ করতে ব্যস্ত কর দিতে আসা লোকজন। অমৃত বাবু রোড, ময়মনসিংহ। ২১ নভেম্বরআগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সম্মেলন হবে। সম্মেলন সফল করতে নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন বিএনপির নেতা-কর্মীরা। লিবার্টি মোড়, কুমিল্লা। ২১ নভেম্বরহিজলগাছের ডালে বসে আছে একঝাঁক পানকৌড়ি। এরা খাবারের জন্য হ্রদে মাছের আনাগোনা দেখছে। কাপ্তাই হ্রদ, লংগুদু, রাঙামাটি। ২১ নভেম্বরউপজেলার দুর্গম চরকরনেশনা এলাকার মাঠে পুরুষদের পাশাপাশি এভাবে কাজ করেন নারীরাও। গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ নভেম্বরআর্জেন্টিনার সমর্থক দম্পতি আফজাল মুন্সি ও আঞ্জুমান আরা মুন্নি তাঁদের একতলা বাড়ির ভেতর, বাহির ও মূল ফটকের প্রাচীর আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করে তুলেছেন। ফুল গাছের টবেও প্রিয় দলের পতাকা ফুটিয়ে তুলেছেন এই দম্পতি। কলেজ রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ। ২১ নভেম্বর