একঝলক (৫ জুলাই, ২০২৪)

সড়কের বেশির ভাগ অংশ দখল করে বসেছে বাজার। অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে পিকআপ ভ্যান। এতে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচল করা মানুষদের। যাত্রাবাড়ী, ঢাকা, ৫ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
পাকা কাঁঠাল শহরে বিক্রির জন্য জড়ো করেছেন এই ব্যক্তি। কাগজিপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ৫ জুলাই
বুড়িগঙ্গা নদীর স্বচ্ছ পানিতে লাফিয়ে পড়ছে শিশু–কিশোরেরা। কামরাঙ্গীর চর, ঢাকা, ৫ জুলাই
ধান রোপণের জন্য জমি চাষ চলছে। সেখানে জমে থাকা পানিতে মাছ ধরছে শিশু–কিশোরেরা। বড়রুপাই, গঙ্গাচড়া, রংপুর, ৫ জুলাই
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বন্যার প্রভাব পড়েছে পর্যটনকেন্দ্রগুলোতে। বন্যার কারণে পর্যটকও কম। সাদাপাথর এলাকা, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, ৫ জুলাই
সিলেট নগরের বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন। সি-ব্লক থেকে, শাহজালাল উপশহর, ৫ জুলাই
উজানের পানি উঠেছে সিলেট-গোয়াইনঘাট সড়কে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ৫ জুলাই
বন্যায় কুড়িগ্রামে নদ–নদীর পানি বেড়েছে। তলিয়ে গেছে বসতবাড়ি। ঘোগাদহ ইউনিয়ন, কুড়িগ্রাম, ৫ জুলাই
সুবলংয়ের চারটি কাছাকাছি পাহাড়ি ঝর্ণা এত দিন অনাবৃষ্টিতে প্রায় মৃত অবস্থায় ছিল। গত কয়েক দিন টানা বৃষ্টিতে পূর্ণ প্রাণ ফিরে পেয়েছে। সৌন্দর্য উপভোগ করতে সারা দেশ থেকে প্রতিদিন অনেক পর্যটক আসতে শুরু করেছেন। সুবলং শিলার ডাক এলাকায়, বরকল, রাঙামাটি, ৫ জুলাই
নানা জাতের গাছের চারা কিনে ট্রলারে গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বিক্রি হবে চারাগুলো। জিন্দাকাঠি বাজার, আটঘর-কুড়িয়ানা, পিরোজপুর, ৫ জুলাই
বিলে পেতে রাখা চায়না দুয়ারী জাল থেকে মাছ সংগ্রহ করছেন এক মৎস্যশিকারি। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর ৪ জুলাই
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনা নদীর পানি বেড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। আমতলী, ইসলামপুর, জামালপুর, ৫ জুলাই
শিখো-প্রথম আলোর আয়োজনে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পাওয়া ক্রেস্ট দেখাচ্ছে শিক্ষার্থীরা। কুমিল্লা জিলা স্কুল, ৫ জুলাই