যমুনা নদীর পানি বেড়েই চলছে। গত বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইছামারা বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই প্রায় শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের আতঙ্কে অনেকেই ঘরের টিন ও বেড়া খুলে নিরাপদ স্থানে নিয়ে যান। ইছামারা এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২ সেপ্টেম্বর
বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিটেশ্বর ইউনিয়ন বনাম মনগৈর প্রবাসী কল্যাণ সংগঠনের খেলা চলছে। খুলনা ও ঢাকা থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে ছুটে এসেছেন হাজারো মানুষ। চক্রতলা বাজার মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বানের পানি বেড়ে যাওয়ায় মাঠঘাট তলিয়ে গেছে। নিচু অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যের সংকট। কৃষকেরা গবাদিপশুর খাদ্য খড় সংগ্রহ করে নৌকায় নিয়ে যাচ্ছেন। ঝিনাই নদের বাঘমারা এলাকা, জামালপুর, ২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বাংলা কলা, স্থানীয়ভাবে কাট্টলি কলা নামে পরিচিত। রাঙামাটি শহরের বিভিন্ন বাজারের বাগানির কাছ থেকে কেনা হয়েছে। এরপর ট্রাকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে। রাঙামাটি, ২ সেপ্টেম্বরহেলমেট ছাড়া মহাসড়কে মোটরসাইকেল যাতায়াত নিষেধ। এই মোটরসাইকেলচালক ছাড়া তিন শিশু আরোহীর কেউ হেলমেট পরেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকা, নারায়ণগঞ্জ, ২ সেপ্টেম্বরশরীয়তপুর থেকে খুলনায় আখ এসেছে। খুলনার বিভিন্ন এলাকায় এসব আখ খুচরা বিক্রির জন্য পাঠানো হবে। ১০০টি আখের পাইকারি দাম ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা (আকার অনুযায়ী)। বড়বাজার, খুলনা, ২ সেপ্টেম্বরভাদ্রের ভ্যাপসা গরমে বেড়েছে হাতপাখার চাহিদা। তাই ফুটপাতের ব্যবসায়ীরা নানা রকমের হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন। কাচারিবাজার এলাকা, রংপুর, ২ সেপ্টেম্বরবিক্রির জন্য ফুটপাতে ভ্যানের ওপর প্যান্ট সাজিয়ে রাখছেন এক ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ী। ২০০ থেকে ৩৫০ টাকা দামের প্যান্ট পাওয়া যায় এসব ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে। সুরমা পয়েন্ট, সিলেট, ২ সেপ্টেম্বররাজবাড়ী থেকে তিনটি মোরগ কিনেছেন। মোরগগুলো নিয়ে ঢাকার সাভারে মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছেন এই ব্যক্তি। শুক্রবার দৌলতদিয়া ফেরিঘাট থেকে তোলা ছবি। গোয়ালন্দ, রাজবাড়ী, ১ সেপ্টেম্বরকক্সবাজার সদরের নুনিয়ারছড়া ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আটজন। সেখানে ভর্তি হওয়া রহিমুল্লার হাত ধরে বসে আছেন মা হামিদা বেগম। চট্টগ্রাম, ২ সেপ্টেম্বরহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উড়ালসড়কের অংশে রোববার সকাল থেকে যান চলাচল করবে। তেজগাঁও এলাকা, ২ সেপ্টেম্বরএলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনে যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি রাখা হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। ঢাকা, ২ সেপ্টেম্বররাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার দুপুরের পর তীব্র যানজট সৃষ্টি হয়। কোথাও কোথাও পর্যাপ্ত গাড়িও ছিল না। ফার্মগেট এলাকায় গাড়ির অপেক্ষায় মানুষ। ঢাকা, ২ সেপ্টেম্বর