একা এক বসন্তবাউরি বসে আছে বটের ডালে। পাঁচপীর রেলস্টেশন এলাকা, কাহালু, বগুড়া, ৬ মে।
বোরো ধান মাড়াই শেষ। এবার গবাদিপশুর জন্য সড়কের পাশে খড় শুকানো হচ্ছে। জগন্নাথপুর, কুমিল্লা, ৬ মে।
বিজ্ঞাপন
ঘুড়ি ওড়ানোর জন্য খেতের পাশ দিয়ে ছুটছে এক কিশোর। দক্ষিণ মমিনপুর, রংপুর, ৬ মে।
বিজ্ঞাপন
ছুটির দিনে বাড়ির পাশের মাঠে নিজের তৈরি রঙিন ঘুড়ি মেতে উঠেছে এই শিশু। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৬ মে। খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে বাইরে রোদের মধ্যে অপেক্ষা করছেন পরীক্ষার্থীদের অভিভাবক-স্বজনেরা। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, ৬ মে। নিজের বাগানের লিচু সাইকেলে করে কম দামে স্থানীয় মানুষের কাছে বিক্রি করছেন কলেজের সাবেক শিক্ষক মুজিবুর রহমান। গোয়ালখালী, খুলনা, ৬ মে। চার মাসের মাথায় আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দানসিন্দুক খুলে মিলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। আজ শনিবার সকাল আটটায় সিন্দুকগুলো খুলে ১৯ বস্তা টাকা পাওয়া যায়। চলছে গণনা। ৬ মে। বস্তায় বিশেষভাবে বাঁধা হয়েছে রাজহাঁস। এভাবে রাজহাঁসগুলো ঢাকায় নিয়ে যাওয়া হবে। জিরো পয়েন্ট এলাকা, খুলনা, ৬ মে। পশুপ্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে কঠোর আইনের দাবিতে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি’ মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ মে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ মে। তিস্তা সেচ খালে বিশেষ ধরনের জাল দিয়ে মাছ ধরছেন এই ব্যক্তি। লাহিড়ীহাট, রংপুর, ৬ মে। খাবারের খোঁজে বোরো ধানের খেতে নেমেছে একঝাঁক শামুকখোল পাখি। কৈচড়, বগুড়া, ৬ মেশিকারের আশায় জলাশয়ের পাশে গাছের ডালে বসে আছে মাছরাঙা পাখিটি। বেড়াবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৬ মেসিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থী ও প্রার্থীর পক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযান। নগরের চৌহাট্টা এলাকায়, ৬ মেফরিদপুরে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। খেত থেকে ভুট্টা তুলছেন এক চাষি। ভাসানচর, অম্বিকাপুর, ফরিদপুর, ৬ মেখেত থেকে তোলা রসুন বিক্রির জন্য ট্রাকে করে ঢাকায় পাঠানোর জন্য এক জায়গায় রাখে হয়েছে। মানভেদে প্রতি মণ রসুন বিক্রি হচ্ছে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকায়। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ৬ মেবাঁশ দিয়ে তৈরি ঝুড়ি বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আম ও লিচু পরিবহনে এ ঝুড়ি ব্যবহার করা হয় বেশি। পোস্ট অফিস মোড়, ঈশ্বরদী, পাবনা, ৬ মেমুদিদোকান থেকে কেনা চটের বস্তা বাছাই করা হচ্ছে। আলু, পেঁয়াজ ও চাল সংরক্ষণে আড়তদারেরা এসব বস্তা কেনেন। মানভেদে প্রতিটি চটের বস্তা ৫ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। গড়িয়ারপাড়, বরিশাল, ৬ মে