একঝলক (২৮ জুন, ২০২৪)

কুমার নদে বড়শি ফেলে মাছ শিকার করছেন দুই মৎস্য শিকারি। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ২৮ জুন
ছবি: আলীমুজ্জামান
ঢাকা-পাবনা মহাসড়কে ঘোড়ার গাড়িতে করে মাঠ থেকে খড় নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। আতাইকুলা, পাবনা, ২৮ জুন
গবাদিপশুর খাবারের জন্য ভুট্টার কাঁচা পাতা কেটে নিচ্ছেন গৃহবধূ শিবানী দাস। পারচর, মাচ্চর, ফরিদপুর ২৮ জুন
দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৩০ কেজি ওজনের বাগাড় মাছটি ৩৯ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জুন
প্রতিদিনই সড়ক ঘটছে দুর্ঘটনা। তবু শৃঙ্খলা ফিরছে না মহাসড়কে। ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাকের সঙ্গে তিন চাকার যানবাহন চলছে অহরহ। কুচিয়ামোড়া, পাবনা, ২৭ জুন
পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাইকেলে করে প্লাস্টিকের খেলনা ও তৈজসপত্র বিক্রি করেন আজিজুল হক। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ২৮ জুন
ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ভেঙে ফেলছেন শ্রমিকেরা। পরে তা পুনর্নির্মাণ করা হবে। এ কাজে শ্রমিকেরা দৈনিক মজুরি পান ৬০০ টাকা। বিলপাবলা লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, ২৮ জুন
হরিয়াল পাখির প্রধান খাদ্য ফল। প্রিয় খাবার বটফল খাচ্ছে এক হরিয়াল। উনাইসার, কুমিল্লা, ২৮ জুন
সকালে সাইকেলে প্লাস্টিকের পণ্য নিয়ে ফেরি করে বিক্রির আশায় বের হয়েছেন একজন বিক্রেতা। বরিশাল সদরের আশপাশের বিভিন্ন এলাকায় এসব পণ্য বিক্রি করে বিকেলে আবার বাড়ি ফিরে যাবেন তিনি। দপদপিয়া সেতু, বরিশাল সদর, ২৮ জুন
নদীর পানিতে সকালের রোদে ঝিলমিল করছে। নৌকা নিয়ে কীর্তনখোলা নদীতে মাছ শিকারে বের হয়েছেন জেলেরা। দপদপিয়া সেতু, বরিশাল সদর, ২৮ জুন