ভ্যানে সবজি বিক্রি করতে বেড়িয়েছেন খুচরা বিক্রেতা। প্রখর রোদে সবজি তরতাজা রাখতে পানি ছিটাচ্ছেন। বারুতখানা, সিলেট, ১০ সেপ্টেম্বররাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শাহবাগ, ঢাকা, ১০ সেপ্টেম্বর
সিলেটের সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। সুরমা নদী, চাঁদনীঘাট, ১০ সেপ্টেম্বরবরজ থেকে তোলার পর দুই চাকার গাড়িতে করে শহরের আড়তে নেওয়া হচ্ছে পান। কিনব্রিজ, সিলেট, ১০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মাঠ থেকে তুলে আনা মুলা, মাঠে কেটে বিক্রির উপযোগী করছেন এক গৃহিণী। শাখারিয়া বারুইপাড়া, বগুড়া, ১০ সেপ্টেম্বরখেত থেকে বরবটি তুলে এনে বাজারে নেওয়ার জন্য সাজিয়ে রাখছেন চাষি। পাইকান, মিঠাপুকুর, রংপুর, ১০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কাপড় দিয়ে মাথাল বানিয়ে রোদ থেকে রক্ষার চেষ্টা এই রাখালের। খানপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১০ সেপ্টেম্বরবিক্রির জন্য বাড়ির উঠানে বাঁশের ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ রেহেনা বেগম। প্রতিটি ঝাঁকা ১৫০ টাকা দরে বিক্রি করা হবে। ঈশান গোপালপুর, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর গরুর পিঠে ফিঙে পাখিটি। সুবর্ণপুর, কুমিল্লা, ১০ সেপ্টেম্বরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশের দুই সদস্যকে আদালতে তোলা হয়। আদালত চত্বর, রংপুর, ১০ সেপ্টেম্বরলাল ফড়িং বসে আছে গাছের শুকনো ডালে। শুকর ছড়ি, রাঙামাটি, ১০ সেপ্টেম্বর দল বেঁধে বাইসাইকেল চালিয়ে গ্রাম থেকে শহরে যাচ্ছেন একদল শ্রমিক। শোভারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর আখ বিক্রির জন্য বিখ্যাত মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজার। বিক্রি হচ্ছে আখ। জোরারগঞ্জ বাজার, চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বরফুল ঝরে গেছে। গাছে শোভা পাচ্ছে কলাবতী বীজ। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১০ সেপ্টেম্বররাজধানীতে ডেঙ্গু রোগী বাড়ছে। হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যাও বাড়ছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা, ১০ সেপ্টেম্বরসবজিখেতের পাশে খুঁটিতে বসে আছে হলদে ময়না পাখিটি। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১০ সেপ্টেম্বর