একঝলক (২২ সেপ্টেম্বর, ২০২৩)

প্রকৃতিতে এখন শরৎকাল। নদীর পাড়ে পাড়ে ফুটে আছে মনোরম কাশফুল। ছুটির দিনে বেড়াতে এসে কাশফুলের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত পর্যটকেরা। নারায়ণগঞ্জ, ২২ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
 ২.
ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে চিড়িয়াখানায় এসেছেন অনেকে। শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, রাজশাহী, ২২ সেপ্টেম্বর
মাছ ধরার জন্য বাড়িতে তৈরি করা হচ্ছে নৌকা। বটিয়াঘাটা, খুলনা, ২২ সেপ্টেম্বর
মুলা মূলত শীতের সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায়। খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। বগুড়া, ২২ সেপ্টেম্বর
ভারত থেকে আসা পেঁয়াজ ট্রাক থেকে নামিয়ে ভ্যানে তুলছেন শ্রমিকেরা। এরপর সেগুলো নেওয়া হবে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। বগুড়া, ২২ সেপ্টেম্বর
বাড়ির উঠান পরিষ্কার করার জন্য ঝাড়ু তৈরি করবেন। এ জন্য নারকেলের পাতা থেকে শলা তুলছেন গৃহবধূ কুলসুম বেগম। ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
নিজের জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষক ইউসুফ খান। খেতে থাকা আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত তিনি। ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
পথের ধারে ফুটে আছে বেগুনি রঙের ফুল। গ্রামাঞ্চলে পটপটি ফুল নামে পরিচিত হলেও শহরে একে রুয়েলিয়া নামেই চেনেন সবাই। হিমাইতপুর, পাবনা, ২২ সেপ্টেম্বর
বিয়েসহ নানা আয়োজনে এসব মালা ব্যবহার করে সাজানো হয়। প্রতিটি মালার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। গাইবান্ধা, ২২ সেপ্টেম্বর