একঝলক (১৭ সেপ্টেম্বর ২০২৪)

রঙ্গন ফুলে প্রজাপতি। মড়িয়া, গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
অ্যালুমিনিয়ামের পাতিল বিক্রির জন্য গ্রামে ঘুরছেন ফেরিওয়ালা। বাইশটিলা, সিলেট, ১৭ সেপ্টেম্বর
প্রখর রোদে পথচলা দায়। তবু থেমে থাকে না কর্মব্যস্ত জীবন। বাইশটিলা, সিলেট, ১৭ সেপ্টেম্বর
৬০ শতক জমিতে নিজের চাষ করা শসাগাছে ওষুধ দিচ্ছেন কৃষক। ক্যমলং, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
মধুপূর্ণিমা উপলক্ষে সমবেত হয়েছেন পুণ্যার্থীরা। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
বৃষ্টিতে পানের বরজের মাটি সরে গেছে। তাই পানগাছের গোড়ায় মাটি ফেলে উঁচু করছেন চাষি। হরিদেবপুর, রংপুর, ১৭ সেপ্টেম্বর
সামনে শীতকাল আসছে। তাই নিবিড় মনে বাড়ির উঠানে বসে কাঁথা সেলাই করছেন এই তরুণী। পানবাড়ি, রংপুর, ১৭ সেপ্টেম্বর
শৌখিন মৎস্যশিকারিরা দল বেঁধে পলো নিয়ে জলাশয়ে শিকারে নেমেছেন। মাছ ধরা পড়ুক আর না পড়ুক, দল বেঁধে মাছ ধরার আনন্দে মেতেছেন সবাই। সাওড়াতলী, কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর
কৃষক তোতা মিয়া নিজের ২৫ শতাংশ জমিতে চাষ করেছে কচুর ছড়া। সেই ছড়া এখন পরিপূর্ণ হওয়ায় তুলতে শুরু করেছেন। তালুকপাড়া, বরুড়া, কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর
প্লাস্টিকের নানা ধরনের খেলনা বিক্রির জন্য সাজিয়ে নিচ্ছেন বিক্রেতা। বেলস পার্ক, বরিশাল, ১৭ সেপ্টেম্বর
ফেলনা প্লাস্টিকের গুঁড়া রোদে শুকিয়ে বস্তায় ভরছেন শ্রমিক। পুরোনো প্লাস্টিকের গুঁড়া গলিয়ে নতুন প্লাস্টিকের জিনিসপত্র তৈরির জন্য নেওয়া হয় কারখানায়। আড়ংঘাটা, খুলনা, ১৭ সেপ্টেম্বর
এক মাসের বেশি সময় ধরে রাঙামাটি শহরের সাধনাপুর লুম্বিনী রাঙা সড়ক পানি ডুবে আছে। জলাবদ্ধতায় প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় মানুষকে। সাধনাপুর লুম্বিনী রাঙা সড়ক, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বর
পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন কাঠগোলাপ ফুল। মড়িয়া, গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বর