একঝলক (২৮ আগস্ট ২০২৪)

কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবো ডুবো রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজার। বাজারের চার দিকে থই থই পানি। চরম ঝুঁকিপূর্ণভাবে রয়েছে সুবলং বাজারের বসতবাড়ি ও দোকান ঘরগুলো। সুবলং বাজার, কাপ্তাই, রাঙামাটি, ২৮ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
ঘাসের ওপর বসে আছে একটি কালো মাথা মুনিয়া পাখি। পাখিটি তামাটে মুনিয়া নামেও পরিচিত। বাংলাদেশে যে ছয় প্রজাতির মুনিয়া দেখা যায়, তার মধ্যে এটি অন্যতম। চর কোমরপুর, পাবনা, ২৮ আগস্ট
পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে গবাদিপশুর চারণ ভূমি। গো–খাদ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে সবুজ ঘাসের অভাব। সবুজ ঘাস কেটে আনা হচ্ছে দূরদূরান্ত থেকে। সাদিপুর সড়ক, পাবনা, ২৮ আগস্ট
শুকনা পাটকাঠি সাজিয়ে রাখা হয়েছে। ছেঁচানিয়া, সাঁথিয়া, পাবনা, ২৮ আগস্ট
মহাসড়কে নছিমন, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। খুলনা-যশোর মহাসড়কে হামেশাই এসব যান চলাচল করছে। দুই পাশে দুটি ভ্যান থাকায় বিপজ্জনক ট্রাক ওভারটেক করতে গিয়ে ঘটতে পারত দুর্ঘটনা। আটরা, ফুলতলা, খুলনা, ২৮ আগস্ট
গোমতী নদীর বাঁধ ঘেঁষে অবস্থিত কিং বাজেহোড়া গ্রাম। এ গ্রামে বসবাসকারী ৩০০ পরিবারের চলাচলের একটি মাত্র সড়ক। প্রবল স্রোতে গতকাল মঙ্গলবার রাতে ভেঙে গেছে এই সড়কের মধ্যে থাকা সেতুর সংযোগ সড়ক। কিং বাজেহোড়া এলাকা, গোমতী, কুমিল্লা, ২৮ আগস্ট
গ্রামের বিভিন্ন বাগান থেকে পাইকারি দরে আমড়া কিনেছেন ব্যাপারী। এগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করছেন একজন কর্মী। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২৮ আগস্ট
বন্যার পানিতে ডুবে গেছে কৃষিজমি। জমির আইলে থাকা তালগাছগুলো শুধু দেখা যাচ্ছে। ভান্তি গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৮ আগস্ট
যশোরের মনিরামপুর থেকে বাঁশের তৈরি ঝুড়ি ভ্যানে নিয়ে খুলনা এসেছেন এক ভ্যানচালক। তিনি নিয়মিত ঝুড়ি নিয়ে খুলনায় আসেন। ভাড়া নেন এক হাজার টাকা। শিরোমনি, খুলনা, ২৮ আগস্ট
গাজী টায়ার্স কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসার পর তাপ নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট
জাগ দেওয়া পাটের আঁশ ছড়াচ্ছেন এক দল কৃষক। প্রতি আঁটি পাটের আঁশ ছড়িয়ে কৃষকেরা মজুরি পান ১০০ টাকা। চরপাড়া গ্রাম, সোনাতলা, বগুড়া, ২৮ আগস্ট
কুমারদের কাছ থেকে মাটির তৈরি টব কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন নার্সারি ব্যবসায়ীরা। পালপাড়া এলাকা, রংপুর, ২৮ আগস্ট
শীত মৌসুমকে সামনে রেখে আগেভাগেই পুরোনো কাপড় দিয়ে শীতের কাঁথা তৈরি করছেন দুই গৃহবধূ। সাদিপুর এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ২৮ আগস্ট
ট্রাকে কলা তোলা হচ্ছে। শ্যামপুর এলাকা, রংপুর, ২৮ আগস্ট
শসাখেত পরিচর্যায় ব্যস্ত চাষি। পালিচড়া এলাকা, রংপুর, ২৮ আগস্ট
নসিমন বোঝাই করে পাট বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর, রাজবাড়ী, ২৮ আগস্ট
সিলেট নগরের কাজিরবাজার সেতুর উত্তর দিকে সেতুর ওপরেই সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে তুলেছেন চালকেরা। এতে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কাজিরবাজার, সিলেট, ২৮ আগস্ট
হাওরে ফুটে আছে শাপলা ফুল। সেই হাওরে নৌকা নিয়ে মাছ শিকার করতে এসেছেন এক ব্যক্তি। জলকরকান্দি হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ আগস্ট
খামারে জাল দিয়ে মাছ ধরছেন কয়েকজন। দক্ষিণ সোনারগাঁও আবাসিক এলাকা, সুরমা, সিলেট, ২৮ আগস্ট
সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করার দাবিতে রাজধানীর মহাখালীর বিআরটিএ ভবনের সামনে চালকদের বিক্ষোভ। মহাখালী, ঢাকা, ২৮ আগস্ট