খুলনায় কোরবানির পশুর সবচেয়ে বড় হাটের আয়োজন করে খুলনা সিটি করপোরেশন। এই হাটে আশপাশের জেলা–উপজেলা থেকে গরু–ছাগল আসে। এই গরুগুলো এসেছে নড়াইল থেকে। ট্রলারে করে গরু নিয়ে এসে হাটে তুলছেন ব্যাপারীরা। ৬ নম্বর ঘাট, খুলনা, ১৫ জুন
গ্রামে বাহারি রঙের মিষ্টি জাতের এই আঙুরগাছের পরিচর্যা করছেন সরোয়ার হোসেন। বাগমারা, রামকান্তপুর, রাজবাড়ী ১৫ জুন
বিজ্ঞাপন
শেষ মুহূর্তে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি চলছে। সুত্রাপুর এলাকা, বগুড়া, ১৫ জুন
বিজ্ঞাপন
ঈদের পাঞ্জাবি কেনাকাটায় এবার নরম পাতলা কাপড়ের পাঞ্জাবির বেশি কদর। ডাকবাংলা, খুলনা, ১৫ জুনগরুভর্তি শত শত নৌকা ভিড়েছে শহরের ট্রাক টার্মিনাল ঘাটে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে নদীপথে বিক্রেতারা গরু নিয়ে এসেছেন। হাটে জায়গা না থাকায় ভাসমান হাট বসিয়েছেন বিক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় ক্রেতা খুব কম। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ১৫ জুনঈদ উপলক্ষে শেষ সময়ে রাজধানীতে টুপি কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। বায়তুল মোকাররম এলাকা, ঢাকা, ১৫ জুনঈদে বাড়িতে ফিরতে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। গাবতলী, ঢাকা, ১৫ জুনগাবতলী সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ হাট ভেঙে দিচ্ছে পুলিশ। গাবতলী, ঢাকা, ১৫ জুনগাবতলীর হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে মানুষ। ক্রেতার হাত থেকে ছুটে দৌড় দিয়েছে গরুটি। গাবতলী এলাকা, ঢাকা, ১৫ জুন সকাল সকাল কাজ পাওয়ার অপেক্ষায় জড়ো হয়েছেন দিনমজুরেরা। আলিপুর এলাকা, ফরিদপুর, ১৫ জুনসিলেট নগরের কাজির বাজার পশুর হাটে কোরবানির পশু বিক্রির অপেক্ষায় বিক্রেতারা। কাজির বাজার, সিলেট, ১৫ জুনচরাঞ্চল থেকে দল বেঁধে সাইকেল চালিয়ে কাজের খোঁজে শহরে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। গোলডাঙ্গি এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৫ জুন