মাটির তৈরি তৈজসপত্র বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের মানুষ। ভাটায় (পুইন) পোড়ানো শেষে তৈজসপত্র তুলে নিচ্ছেন গৃহবধূ পদ্মা রানী পাল। ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া, ১০ জুলাই
মুষলধারে বৃষ্টির মধ্যে বিদ্যুতের তারে বসে আছে কয়েকটি পায়রা। এ যেন পায়রার বৃষ্টিবিলাস। সিলেটে আখালিয়া এলাকা, ১০ জুলাই
বিজ্ঞাপন
খেত থেকে তুলে আনা তিলমাড়াইয়ের পার ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন গৃহবধূ চায়না বেগম। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধোপাকান্দি, ১০ জুলাই
বিজ্ঞাপন
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চৌবাড়িয়াতে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক পানির স্রোতে ভেঙে গেছে। এতে তিনটি ইউনিয়নের সঙ্গে জেলা শহরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চৌবাড়িয়া, ১০ জুলাইগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বটগাছের ঢালে পাতার আড়ালে বসে আছে লাল মাথা বসন্তবাউরি পাখি। রাঙামাটির কাউখালী উপজেলার বগাপাড়া, ১০ জুলাই