একঝলক (১০ ফেব্রুয়ারি ২০২৪)

বাঁশের ঝাড়ে পাতার আড়ালে খয়রা মেছো প্যাঁচা। গভীর রাতে এরা গম্ভীর স্বরে ‘ভুতুম ভুতুম’ ডাকে বলে ভুতুম বা হুতোম প্যাঁচা নামেও পরিচিত। চর শিবরামপুর, পাবনা, ১০ ফেব্রুয়ারি  
ছবি: হাসান মাহমুদ
খাবারের খোঁজে কর্ণফুলী নদীতে উড়ে বেড়াচ্ছে গাঙচিল। ফিরিঙ্গিবাজার ঘাট এলাকা, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি  
জমিতে ধান রোপণের জন্য জমিতে মহিষ দিয়ে মই দিচ্ছেন এক কৃষক। কালীর কোল, পাবনা, ১০ ফেব্রুয়ারি
পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বস্তা ফুটো হয়ে সড়কে ছড়িয়ে পড়ে ভুসি। দুই শিশু তা সংগ্রহ করছে। ৬ নং ঘাট, খুলনা, ১০ ফেব্রুয়ারি
মাঠে ভেড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে এক বালক। বাইশটিলা এলাকা, সিলেট, ১০ ফেব্রুয়ারি  
শুষ্ক মৌসুমে করতোয়া নদীর কোথাও শুকিয়ে গেছে আবার কোথাও বা হাঁটুপানি। নদী থেকে বালু তোলার আয়োজন করছে প্রভাবশালীরা। ধাওয়া কোলা গ্রাম, বগুড়া, ১০ ফেব্রুয়ারি
হাওরের পানি কমে যাওয়ায় উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। পিঠাকরা হাওর, সিলেট, ১০ ফেব্রুয়ারি
পেঁয়াজের চারা বিক্রির জন্য তুলছেন দুই ব্যক্তি। গোকুল গ্রাম, বগুড়া, ১০ ফেব্রুয়ারি
পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে। এই দিনে ফুলের চাহিদা অনেক বেড়ে যায়। এখন থেকেই ফুলের দোকানগুলোতে চলছে সেই প্রস্তুতি। নানা রকমের ফুল নিয়ে আসছেন ব্যবসায়ীরা। পুলিশ লাইনস স্কুল ও কলেজ সড়ক, রংপুর, ১০ ফেব্রুয়ারি
নদীর পানিপ্রবাহ বন্ধ করে বালির ব্যবসা করছেন প্রভাবশালীরা। তেলিহারা গ্রাম, বগুড়া, ১০ ফেব্রুয়ারি
ছুটির দিনে পর্যটকেরা কাপ্তাই হ্রদে নৌভ্রমণে। ডিসি বাংলো এলাকা, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারি
পেঁয়াজ খেতে কচুর বীজ বুনছেন চাষি। শ্যামপুর এলাকা, রংপুর, ১০ ফেব্রুয়ারি
আনোয়ারা বেগম সঙ্গে একজনকে নিয়ে খেত থেকে ধানের চারা তুলছেন। এই চারা রোপণের জন্য তাঁর স্বামী অন্যত্র জমি প্রস্তুত করেছেন। নতুনপাড়া এলাকা, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি
শীতের সবজি বাঁধাকপি। ভালোই দাম পাচ্ছেন চাষিরা। পাইকারিতে ১৫ টাকা দরে প্রতিটি বাঁধাকপি বিক্রি করছেন তাঁরা। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ১০ ফেব্রুয়ারি
মাঠে কাজের ব্যস্ততায় বাড়ি যাওয়ার ফুরসত নেই। জমির ধারেই খাবার খেতে বসেছেন তাঁরা। বালাচড়া এলাকা, রংপুর, ১০ ফেব্রুয়ারি
কুমিল্লা নগরের আর আর স্কুলে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। উৎসবে অভিভাবকেরা পিঠার পসরা সাজিয়ে বসেছেন। কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি
বিক্রির জন্য গ্রামের পথে ঘুরছেন তিনি। প্লাস্টিকের তৈরি এসব পাটি আকারভেদে বিক্রি করবেন ১০০ থেকে ৪০০ টাকায়। যাদবপুর এলাকা, রংপুর, ১০ ফেব্রুয়ারি