শীত মৌসুমে তিস্তা নদীর পানি কমে নদীর বুকে জেগেছে চর। চর থেকে শাক তুলে সেই নদী হেঁটেই পার হচ্ছেন এক নারী। গঙ্গাচড়া, রংপুর, ২১ ডিসেম্বররঙিন কাগজ দিয়ে তৈরি ফুল ও চরকি বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। শিশুদের কাছে এসব ফুল ও চরকি বেশ প্রিয়। রিকাবীবাজার, সিলেট, ২১ ডিসেম্বর
সব জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় জলাশয়ে পানি আছে জানতে পেরে মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবী। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ২১ ডিসেম্বরবিক্রেতার হাতে হরেক রকমের রঙিন বেলুন। শিশুদের কাছে এসব বেলুন খুব প্রিয়। কিনব্রিজ, সিলেট, ২১ ডিসেম্বর
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে মেঘলা আবহাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন দৈনন্দিন কাজে বের হওয়া নানা শ্রেণি–পেশার মানুষ। বটতলা, বরিশাল, ২১ ডিসেম্বরআড়তে ট্রাক থেকে সবজি নামানো হচ্ছে। এখানে পাইকারি ও খুচরা দরে সবজি বিক্রি হয়। সোবহানীঘাট, সিলেট, ২১ ডিসেম্বর
বিজ্ঞাপন
সাইকেলের টায়ার নিয়ে মেঠো পথে খেলায় মেতেছে শিশু। পশ্চিম ইচলি, রংপুর, ২১ ডিসেম্বরশীতের সকালে গাছের নিচে কম্বল মুড়িয়ে শুয়ে আছেন ছিন্নমূল এক ব্যক্তি। শীতে ছিন্নমূল এমন মানুষ ভোগান্তিতে পড়েন বেশি। রেলস্টেশন, সিলেট, ২১ ডিসেম্বরবিশুদ্ধ পানি সরবরাহ ও প্রিপেইড মিটার বাতিলসহ ভৌতিক বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করে রাজশাহীর রক্ষা সংগ্রাম পরিষদ। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী ২১ ডিসেম্বরভোর থেকেই বৈরী আবহাওয়া। চারদিক কুয়াশায় ঢাকা। সকাল ১০টা বাজলেও কাজ না পেয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় এই শ্রমজীবীরা। টাউন হলের সামনের সড়ক, কুমিল্লা, ২১ ডিসেম্বরবিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে ময়ূরের পালক বিক্রি করছেন এই ব্যক্তি। প্রতিটি পালক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। সাহেববাজার, রাজশাহী, ২১ ডিসেম্বরধান কাটা, মাড়াইয়ের পর ডালায় বাতাস লাগিয়ে খড়কুটা পরিষ্কার করার কাজ করছেন চাষিরা। সাপছড়ি পাড়া, রাঙামাটি, ২১ ডিসেম্বরআনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। ইপিজেড, ঈশ্বরদী, পাবনা, ২১ ডিসেম্বরগৃহশিক্ষকের কাছে পড়া শেষে জমির আল ধরে ঘরে ফিরছে শিশুরা। আলুটিলা, রাঙামাটি, ২১ ডিসেম্বরশত বছরের স্মৃতি নিয়ে এমন অনেক গাছ ঠায় দাঁড়িয়ে আছে পাকশী রেলওয়ে কার্যালয় এলাকায়। ব্রিটিশ আমলে রেলওয়ে কলোনি তৈরির সময় এসব বৃক্ষ রোপণ করা হয়েছিল, যা আজও ছায়া দিচ্ছে। রেলওয়ে কার্যালয়, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২১ ডিসেম্বরবটগাছের গুঁড়িতে বাসা বেঁধেছে ইঁদুর। পাশের দোকানের ঝুটা খাবার খেতে কিছুক্ষণ পরপর গর্ত থেকে বের হচ্ছে ইঁদুরগুলো। কাপ্তানবাজার, কুমিল্লা, ২১ ডিসেম্বরউঠানে বাঁশের তেমাল দিয়ে টোপা তৈরি করছেন এক কারিগর। প্রতিটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করেন তিনি। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ২১ ডিসেম্বরবীজতলায় বোরো ধান ছড়াচ্ছেন এক কৃষক। শাখারিয়া জঙ্গলপাড়া, বগুড়া, ২১ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা লঘুচাপের প্রভাবে গতকাল শুক্রবার মধ্যরাত থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে খুলনায়। আজ শনিবার শীতের সকালে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কাজের জন্য বাইরে বেরিয়েছেন এক নারী। বাস্তুহারা, খুলনা, ২১ ডিসেম্বর