সাদা চিচিঙ্গা ফুলে বসেছে মথ। জোড়াগেট, খুলনা, ৫ নভেম্বর
কাঠবিড়ালি পাকুর ফল খাচ্ছে। মোন তোলা আদাম, রাঙামাটি, ৫ নভেম্বর
বিজ্ঞাপন
সাঁকো পার হয়ে স্কুলে যাচ্ছে পাহাড়ি শিশুরা। সাপছড়ি ফুরমোন পাড়া, রাঙামাটি, ৫ নভেম্বর
বিজ্ঞাপন
আড়ত থেকে ভারতের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে কিনে ভ্যানে মহল্লায় মহল্লায় বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হবে এই পেঁয়াজ। কদমতলা, খুলনা, ৫ নভেম্বর রংপুর মেডিকেল কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের পদায়নের বিরুদ্ধে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি করে চিকিৎসকেরা। এতে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন। মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, ৫ নভেম্বরট্রাকে করে নাটোর থেকে এসেছে রসুন। আড়তে নেওয়া হচ্ছে। কদমতলা, খুলনা, ৫ নভেম্বরকুমিল্লা নগরের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সবজির বাজার। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বাদুরতলার ওয়াইডাব্লুসি স্কুলের সামনে, কুমিল্লা, ৫ নভেম্বরকম মূল্যে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে নির্দিষ্ট সময়ের আগেই ভোর থেকে ডিলারের দোকানের সামনে বসে আছেন নিম্ন আয়ের মানুষেরা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর। ৫ নভেম্বরনিজের জমিতে পটোল চাষ করেছেন এই কৃষক। কৈজুরী, ফরিদপুর। ৫ নভেম্বরইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে ৩ নভেম্বর থেকে পুরোদমে নদীতে নেমে পড়েছেন মৎস্যশিকারিরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ নভেম্বর